বর্তমান প্রজন্মকে বই পাঠে উৎসাহিত করা হোক

| বুধবার , ১৮ মে, ২০২২ at ৭:৫২ পূর্বাহ্ণ

সময়ের স্রোতে বই পড়ার প্রতি যে ভালোবাসা তা যেন আজ হারিয়ে যেতে বসেছে। আমাদের সন্তানদের আজ পাঠ্য বইয়ের বাইরে সৃজনশীল ধারার যে বইসমূহ তা পড়ার মানসিকতা নেই বললেই চলে। অবসর সময়ে তারা বিভিন্ন ইলেকট্রনিক গেজেট নিয়ে ব্যস্ত থাকে, যা কেবল তাদের মেধাকেই সংকীর্ণ করছে না সেই সাথে তাদের নৈতিকতাকেও ধ্বংস করছে। আর এর জন্য অভিভাবক হিসেবে আমরাও অনেকাংশে দায়ী। মেধার বিকাশ ও মননশীলতার গঠনে পাঠ্য বইয়ের পাশাপাশি সৃজনশীল বই পাঠের কোনো বিকল্প নেই। তাই বর্তমান প্রজন্মকে বই বিমুখ প্রজন্ম হিসেবে দেখতে না চাইলে আমাদের এখনই উচিত তাদের সৃজনশীল বই পাঠে উৎসাহিত করা। কেবল ভালো ফলাফলের জন্য পড়া নয়, জানার জন্য এবং নিজের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য বই পড়ার গুরুত্ব তাদের সামনে তুলে ধরাটা এখন সময়ের দাবি মাত্র।

আসুন নিজে বই পড়ি, বর্তমান প্রজন্মকে বই পাঠে উৎসাহিত করি।

মাহবুবুর রশিদ

ঈদগাঁ, কাঁচারাস্তা ,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমুকুন্দ দাস: বাংলার চারণ কবি
পরবর্তী নিবন্ধচির বসন্তময়