বর্ণমালা কমিউনিকেশনের আইএসও সনদ লাভ

| বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০৪ পূর্বাহ্ণ

ব্যবসায় পরিচালনার আন্তর্জাতিক মান বজায় রাখার স্বীকৃতি হিসেবে আইএসও সনদ পেল বিজ্ঞাপনী এবং ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড। গুণগত মানোন্নয়নের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন আইএসও ৯০০১ :২০১৫ সনদ অর্জন করলো।
সম্প্রতি রাজধানী ঢাকার বাংলামটরের নাভানা জহুরা স্কয়ারে বর্ণমালা কমিউনিকেশন লিমিটেডের অফিসে গ্রিন ম্যানেজমেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠানের সিইও মো. রাকিবুল হাসান বর্ণমালার কর্মকর্তাদের হাতে আইএসও সনদটি হস্তান্তর করেন। বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড প্রায় এক দশক ধরে বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সৃজনশীলতা বিকাশে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটির এক ঝাঁক সৃষ্টিশীল মানুষের হাত ধরে দেশের বাজারে ব্র্যান্ড হিসেবে সফলতা পেয়েছে অনেক কোম্পানি। বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড ইভেন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, মিডিয়া বায়িং, ডিজাইন অ্যান্ড প্রিন্টিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফার্ম হিসেবে তাদের অর্জিত সুনামের ধারাবাহিকতায় আন্তর্জাতিক এই স্বীকৃতি আইএসও সনদ লাভ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর ৯ম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধচকরিয়া বিএনপির আহ্বায়ক শাহজাহান চৌধুরীর ইন্তেকাল