বরেণ্য ক্রীড়া সংগঠক সাহেদ আজগর চৌধুরীর ইন্তেকাল

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৯ অক্টোবর, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

প্রিয় প্রাঙ্গণ এম এ আজিজ স্টেডিয়ামে গত ২ অক্টোবর তিনি এসেছিলেন। সেদিন ভোট দিয়েছিলেন ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচনে। দীর্ঘদিন পর প্রিয় প্রাঙ্গণে এসে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল তাকে। সবার সাথে কুশল বিনিময় করেছেন। এক সপ্তাহ পর আবার তিনি এলেন তার প্রিয় আঙিনায়। এবার তিনি এলেন লাশবাহী গাড়িতে করে। নিথর দেহে সাহেদ আজগর চৌধুরী এলেন এম এ আজিজ স্টেডিয়ামে। যেখানে তিনি কাটিয়েছেন জীবনের অর্ধশতাব্দী সময়। ক্রীড়াবিদ থেকে ক্রীড়া সংগঠক সাহেদ আজগর চৌধুরী ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সহ সভাপতি সহ ছিলেন নানা পদে। গতকাল সকালে তিনি চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ জাতীয় পর্যায়ে নানা দায়িত্ব পালন করা সাহেদ আজগর চৌধুরী জাতীয় ক্রীড়া পুরষ্কারে ভুষিত হয়েছিলেন, লাভ করেন ক্রীড়া লেখক সমিতির পুরষ্কারও। ছিলেন চট্টগ্রাম মোহামেডানের সাধারণ সম্পাদক। গতকাল সকাল সাড়ে ৯টায় পৃথিবীর সব মায়া ত্যাগ করে চলে যান (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। স্ত্রী এবং পাঁচ কন্যা সন্তান রেখে যাওয়া সাহেদ আজগর চৌধুরীকে গতকাল বাদে আছর চৈতন্যগলিস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চট্টগ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া সাহেদ আজগর চৌধুরীর নিথর দেহ গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে আনা হলে শোক বিহ্বল পরিবেশের সৃষ্টি হয়। তার দীর্ঘ দিনের সহকর্মীরা যেন শোকে পাথর হয়ে যান। তার প্রিয় প্রাঙ্গনে অনুষ্ঠিহত হয় প্রথম নামাজে জানাজা। যেখানে তার সহকর্মী এবং অনুজরা অংশগ্রহণ করে। দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালাহ ময়দানে। চট্টগ্রামতো বটেই দেশের ক্রীড়াঙ্গনে জনপ্রিয় একটি নাম আজগর পরিবার। দেশের সাড়া জাগানো ক্রিকেট টুর্নামেন্ট স্টার সামার ক্রিকেট আয়োজন করতো তাদেরই পরিবার।
বরেণ্য ক্রীড়া সংগঠক সাহেদ আজগর চৌধুরীর ইন্তেকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মো. হাফিজুর রহমান, এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাববুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, ফুটবল সম্পাদক মো. শাহজাহান, ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মো. আলমগীর, কল্লোল সংঘের নাসির মিয়া, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের এস এম শহীদুল ইসলামসহ ক্রীড়াঙ্গনের তার সতীর্থরা গভীর শোক প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধকাঠগড়া থেকে পলায়নের পাঁচদিনেও মেলেনি আসামির হদিস
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় শনাক্ত ৩১ মৃত্যু ১