বরুমছড়া বড়পীর আবদুল কাদের জিলানী (রহ:) সুন্নিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানার সালানা জলসা গত শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন আমজাদীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে মাহফিল পরিচালনা করেন অধ্যক্ষ মুফতি মওলানা সৈয়দ অছিয়র রহমান। উদ্বোধক ছিলেন অধ্যক্ষ মওলানা আবদুল খালেক শওকী। মাদ্রাসা সুপার ক্বারী নুর মুহাম্মদ আলকাদেরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন, মাওলানা আবু ছাদেক রেজভী আলকাদেরী, মুহাম্মদ শহিদুল্লাহ্, আজিজুল হক নসু, আবু তাহের মাহমুদ, আলী হোসেন আরিফ, আবুল হাসেম আনোয়ারী, মাওলানা নুর মুহাম্মদ কাদেরী, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেদ, ইউপি সদস্য নুরুল ইসলাম, শামীম আহসান আহম্মদ চৌধুরী, মাষ্টার নাছির উদ্দিন। এ উপলক্ষে খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে গাউছিয়া, মিলাদ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।