ফারুক মাহমুদ সিদ্দিকী ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক

স্মরণ সভায় বক্তারা

| রবিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:১৪ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ফারুক মাহমুদ সিদ্দিকীর ১৮তম মৃত্যুবার্ষিকী স্মরণে নগরীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য দিলোয়ারা ইউসুফ, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, গৌরীশংকর চৌধুরী, ভারত চন্দ্র বড়ুয়া, অ্যাড. ইফতেখার রাসেল, ডা. ফজলুল হক সিদ্দিকী, অ্যাড. সাইফুন্নাহার খুশী, মো. নাজিম উদ্দিন, আবছারুল হক, ডা. চন্দন দত্ত, অ্যাড. মিলাদুল আমীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া।
সভায় বক্তারা বলেন, সন্ত্রাস অন্যায় জুলুমের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করেছেন বঙ্গবন্ধুর আদর্শিক নেতা শহীদ ফারুক মাহমুদ সিদ্দিকী। আঠারো বছরেও তার হত্যার বিচার শেষ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের অবিলম্বে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাওলানা আবুল বশর
পরবর্তী নিবন্ধবরুমছড়া আবদুল কাদের জিলানী মাদ্রাসার সালানা জলসা