চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গত বৃহষ্পতিবার সম্পন্ন হয়। কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বডির সভাপতি মাহমুদা বেগম। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য শ্রী বলরাম চক্রবর্তী, এস এম সেলিম, জামশেদ মো. গউস রিকন, লোকমান হাকিম ও সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান কমিটির আহবায়ক জসীম উদ্দীন চৌধুরী, শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক ড. শিব প্রসাদ শুর, সহকারী অধ্যাপক মোহাম্মদ খালেদুর রহমান, সহকারী অধ্যাপক আনিসুল মালেক, শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ আলী, প্রভাষক জেব–উন–নেসা, তাজুল ইসলাম চেয়ারম্যান জীব বিজ্ঞান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সালমা আহসান। পুরস্কার বিতরণ সমন্বয় করেন শরীর চর্চা শিক্ষক কাজী মাহমুদুর রহমান ও শিক্ষক কম্পিউটার রূপন কুমার না। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন তায়েবা শাহাদাত, আজরা আখি মিকি, সাজিয়া নাছির, জান্নাতুল মাওয়া।












