বরগুনায় শোক দিবসের কর্মসূচিতে ছাত্রলীগের সংঘর্ষ

পুলিশের লাঠিপেটা

| মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ at ১০:১৪ পূর্বাহ্ণ

বরগুনায় জাতীয় শোক দিবসের কর্মসূচিতে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, জাতীয় শোক দিবসে বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেঙে ফুল দিতে যান জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা একাডেমির সামনে ভবনের উপর থেকে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হলে দুপক্ষের সংঘর্ষ বেধে যায়। খবর বিডিনিউজের।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান বলেন, শিল্পকলা একাডেমির সামনে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে সকলকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একটি গ্রুপ শিল্পকলা একাডেমিতে ঢোকে। আরেকটি ফিরে যায়। শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলা থেকে সংঘর্ষকারীরা পুলিশের গাড়িতে ইট ছুড়ে মারে। এ সময় কয়েকটি মোটরসাইকেলসহ অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ লাঠিচার্জ করে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করেছে। তিনি জানান, পরে শিল্পকলা একাডেমি ও লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ দেশীয় অস্ত্র উদ্ধার এবং ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে।
বাংলানিউজ জানায়, ঘটনার সময় বরগুনা-১ আসনের সংসদ সদস্য (এমপি) ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উপস্থিত ছিলেন। এ ঘটনায় কয়েকটি মোটরসাইকেল ও অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি ভাঙচুর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইভটিজিং, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতা জরুরি
পরবর্তী নিবন্ধআঞ্জুমনে খুদ্দামুল মুসলেমিন কারবালা মাহফিল