বন মামলায় পিতা-পুত্র জেলে

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৩০ জানুয়ারি, ২০২২ at ৫:৩৪ পূর্বাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে সাজা ও অর্থদণ্ড প্রাপ্ত পিতা-পুত্র ২ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আলী আকবর (৫০) ও তার পুত্র মো. আলী হোসেন (৩২)। গতকাল শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পদ্মাডেপা নামক এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পদ্মাডেপা নামক স্থানে অভিযান পরিচালনা করে চন্দনাইশ থানা পুলিশের একটি দল। এসময় বন আইনের একটি মামলায় ৬ মাস ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি মৃত সৈয়দুল আলমের পুত্র আলী আকবর ও তার পুত্র মো. আলী হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, বন আইনের মামলায় গ্রেপ্তারকৃত পিতা-পুত্রকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজিপিএ-৫ পেয়েও কলেজ জুটেনি চট্টগ্রামের ৮৬৬ শিক্ষার্থীর
পরবর্তী নিবন্ধসভাপতি ইলিয়াস কাঞ্চন জায়েদ খানের হ্যাটট্রিক