বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় মমতার ত্রাণ বিতরণ ও চিকিৎসা ক্যাম্প

| রবিবার , ১ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

দেশের উত্তরপূর্বাঞ্চলের জেলাসমূহে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু. তেল ইত্যাদি। এছাড়াও বন্যার্তদের মাঝে বস্ত্র , পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, মহিলা ও কিশোরীদের জন্য সুরক্ষা সামগ্রী ও শুকনা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে মমতা। এছাড়া প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে আর্থিক অনুদান প্রদান করা হয়। বন্যার্তদের জন্যে ত্রান সামগ্রী স্থানীয় প্রশাসন, সেনাবাহিনীর প্রতিনিধিবৃন্দের নিকট হস্তান্তর করেন মমতার প্রধান নির্বাহী আলহাজ রফিক আহম্মদ। এছাড়াও বন্যা দুর্গত এলাকার মমতার শাখা সমুহের সদস্যদের মাঝেও ত্রান বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপপ্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, পরিচালক ইকবাল আল মাহামুদসহ মমতার শাখার পর্যায়ের কর্মকর্তাকর্মীবৃন্দ। এছাড়াও কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন গুনবতী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় গত ৩০ আগস্ট দিনব্যাপি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরন করা হয়। চিকিৎসা ক্যাম্পে ৬০৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় মমতার প্রধান নির্বাহী রফিক আহাম্মদ বলেন, মমতা সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর কল্যানে বিগত চার দশকেরও বেশি সময় কাজ করে আসছে। এ দেশকে সমৃদ্ধ করতে ও যেকোন দুর্যোগ মোকাবেলায় সকলের ঐকান্তিক প্রচেষ্টা প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতে ইসলামী লোহাগাড়া সদর ইউনিয়নের যুব সম্মেলন
পরবর্তী নিবন্ধবন্যাদুর্গতের পাশে রাঙ্গুনিয়ার শতাধিক সংগঠন