আনোয়ারায় বন্যহাতির আক্রমণে আহত হয়ে আবদুল রহিম (৪৫) নামে এক পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত বুধবার রাতে বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে এ ঘটনা ঘটে। আহত আবদুল রহিম স্থানীয় আবদুল আজিজের পুত্র। ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানায়, গত বুধবার রাতে একদল বন্যহাতি গুয়াপঞ্চক এলাকায় প্রবেশ করলে মসজিদে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হয়। এ ঘটনার পর রাত ১১টার দিকে পাহাড়ের করবস্থানের পাশ থেকে আহতের পরিবার ও স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আবদুল রহিমকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়।
স্থানীয় চেয়ারম্যান নোয়াব আলী জানায়, আর কত নিরহ মানুষ হত্যা করা হলে, আর কত নিরহ মানুষ আহত হলে হাতিগুলো এই এলাকা থেকে বনাঞ্চলে ফেরত নেওয়া হবে। হাতিগুলোর কারণে আনোয়ারা কর্ণফুলীর হাজার হাজার মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে।