বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ভিডিও গেইম ফোর্টনাইটের ভিডিও চ্যাট সেবা হাউজপার্টি। চলতি বছরের অক্টোবর মাসে অ্যাপটির সেবা বন্ধ করে দেবে ফোর্টনাইটের নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেইমস। ভিডিও কলিং অ্যাপ হিসেবে হাউজপার্টির যাত্রা শুরু ২০১৬ সালে, ২০১৯ সালে অ্যাপটি কিনে নেয় এপিক গেইমস। ২০২০ সালের নভেম্বর মাসে ফোর্টনাইটের আনুষাঙ্গিক সেবা হিসেবে যোগ হয় অ্যাপটি। খবর বিডিনিউজের। অ্যাপটির বদৌলতে দল বেঁধে ফোর্টনাইট খেলার সময় একে অন্যকে দেখতে ও কথা বলতে পারতেন গেইমাররা। বিবিসি’র প্রতিবেদন বলছে, এপিক গেইমসের অন্যান্য পণ্যের পেছনে সময় দিতে হচ্ছে, তাই অ্যাপটির ‘প্রাপ্য যত্ন’ নিতে পারছেন না বলে জানিয়েছেন এর নির্মাতারা। নির্মাতারা এক বিবৃতিতে জানিয়েছেন, এর বদলে এপিক গেইমসের অন্যান্য সফটওয়্যারের জন্য অর্থবহুল ও নির্ভরযোগ্য সামাজিক যোগাযোগের নতুন উপায় নির্মাণ করবেন তারা। অক্টোবর মাসের আগ পর্যন্ত চালু থাকবে অ্যাপটির সেবা। তবে ইতোমধ্যেই গুগলের প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে অ্যাপটি। করোনা মহামারীর শুরুতে লকডাউন চলাকালীন জনপ্রিয়তা পেয়েছিলো হাউজপার্টি। সফটওয়্যারটির মাধ্যমে বন্ধুদের হোস্ট করা চ্যাট রুমে যোগ দিতে পারতেন ব্যবহারকারীরা, দলবেঁধে গেইমে যোগ দেওয়ার সুবিধাও ছিলো এতে। তবে, ২০২০ সালের মার্চ মাসে এর মাধ্যমে নেটফ্লিক্স এবং স্পটিফাই অ্যাকাউন্ট হ্যাক করা সম্ভব বলে ভুয়া গুজব ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হয় অ্যাপটি।
ওই সময়ে ভুয়া গুজবের কারণে অ্যাপটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে বলে গোপন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। তবে, তদন্ত করে গুজবের কোনো সত্যতা পাননি হাউজপাটির্র নির্মাতারা। পরবর্তীতে, অ্যাপের নির্ভরযোগ্যতা খর্ব করতে উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা চালানো হয়েছে– এটা প্রমাণ করতে পারলে ১০ লাখ ডলার পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিলো হাউজপার্টির পক্ষ থেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও কেউ ওই পুরস্কার দাবি করেননি।