বন্ধ হোক যুদ্ধ এবং আগ্রাসন মুক্তি পাক মানবতা

সালাউদ্দীন শাহরিয়ার | মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১০:১২ পূর্বাহ্ণ

না-যুদ্ধ বা আগ্রাসনের পক্ষে আমি নই, তবে প্রকৃতি যে কাউকে ক্ষমা করেনা ইউক্রেন তার প্রমাণ। সেদিন ইসরাইলের আগ্রাসনের পক্ষে সাফাই গেয়েছিলো এই ইউক্রেনের প্রেসিডেন্ট। আজ তারই অবস্থা নির্যাতিত ফিলিস্তিন এর মত। পৃথিবীর অর্থনৈতিক এবং সামরিক শক্তিশালী দেশগুলোই আজ অস্ত্র আর বুটের তলায় পিষ্ট করছে মানবতাকে। আর লোক দেখানো সাহায্য করে দিনের পর দিন গরীবকে রাখছে গরীব। ইরাক, ইরান, কুয়েত, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, ইয়েমেন এর সাথে নতুন করে যুক্ত হলো ইউক্রেনের জনগণ। প্রতিদিনই মৃত্যু ভয়ে আতংকিত সময় পার করছে তারা।
বন্ধ হোক যুদ্ধ এবং আগ্রাসন, মুক্ত পৃথিবীতে বেঁচে থাকার অধিকার চায় মানুষ।
লেখক: সংগঠক।

পূর্ববর্তী নিবন্ধবই পড়ার অভ্যাস গড়ে তুলুন
পরবর্তী নিবন্ধচলো বই কিনি