বন্ধু

ঝর্না বড়ুয়া | শনিবার , ১৭ এপ্রিল, ২০২১ at ৪:০৬ পূর্বাহ্ণ

বন্ধু শব্দ অতি ক্ষুদ্র হলেও
গভীরতা সমুদ্রের চেয়েও বেশি
মহাবিশ্বের চেয়েও বিশাল
সুখে দুঃখে হাসি খুশিতে
প্রাণের স্পন্দনে
অনুরণনে উচ্ছ্বসিত।

বিপদে-আপদে সাহস যুগিয়ে
দৃঢ় পদক্ষেপে হাতটা বাড়িয়ে
সকল বাধা বিপদ পেরিয়ে
সম্মুখগতিতে এগিয়ে চলে
অন্তহীন উল্লাসে
আত্মপর উভয় হিতে।

দুই সমমনা হৃদয়ের মেলবন্ধন
এ সংস্কার যেন জন্ম-জন্মান্তর
প্রাণে-প্রাণে মহাপ্রাণে
দিগন্তবিস্তৃত অনন্তকালে
ভালোবাসায় অটুট থাকে
বন্ধুত্বের সেতু বন্ধনে।

পূর্ববর্তী নিবন্ধনববর্ষে হোক চাষিদের মুখে হাসি
পরবর্তী নিবন্ধমুজিবনগর সরকার ও বঙ্গবন্ধুর ৪ বিশ্বস্ত সহযোদ্ধা