বন্দর স্পোর্টস কমপ্লেক্স এবং জুনিয়র একাডেমি যুগ্ম চ্যাম্পিয়ন

চট্টগ্রাম বন্দর কাপ অনূর্ধ্ব-১২ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট | বৃহস্পতিবার , ২৩ মার্চ, ২০২৩ at ৭:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স আয়োজিত চট্টগ্রাম বন্দর কাপ অনুর্ধ্ব১২ টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃষ্টিজনিত কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে টুর্নামেন্ট কমিটি ফাইনালে অংশ নেওয়া দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে। চট্টগ্রাম বন্দর শহীদ শামসুজ্জামান স্টেডিামে সকালে

 

নির্ধারিত সময়ে খেলা শুরু হলে টসে জিতে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ১৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে ৫০ রান। পরবর্তীতে জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমি () দল যথাসময়ে ব্যাটিং শুরু করে। তারা ১ ওভারে ৪ রান করার পর বৃষ্টি শুরু

হয়। এরপর বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপুযুক্ত হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে দু দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর এবং চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লে্‌ক্সর পরিচালনা পর্ষদ এর সদস্য সচিব মো. ওমর ফারুক উভয় দলের মধ্যে ট্রফি বিতরণ করেন। এসময় চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধউত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধবৃষ্টির কাছে পয়েন্ট হারাল ব্রাদার্স ইউনিয়ন