বন্দর-পতেঙ্গায় হাসপাতাল নির্মাণে মন্ত্রণালয়ের সায়

সম্ভাব্য দুই জায়গা বাছাই

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২০ at ৪:২৯ পূর্বাহ্ণ

নগরীর বন্দর-পতেঙ্গা এলাকায় ইপিজেড ও আশেপাশের কর্মজীবী মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে মাতৃসদন কাম জেনারেল হাসপাতাল নির্মাণে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত রোববার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিকভাবে রেলওয়ের মালিকানাধীন পুরাতন পোর্ট মার্কেট সংলগ্ন রেল লাইনের উত্তর পাশের ভূমি এবং সিডিএর মালিকানাধীন সল্টগোলা রেল ক্রসিং আজাদ কলোনি মাঠকে বাছাই করা হয়েছে। জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর মাতৃসদন কাম জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য সচিব আবদুল মান্নানকে উপানুষ্ঠানিক পত্র দিয়ে প্রস্তাব দিয়েছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। এরপ্রেক্ষিতে ১৫ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে সম্ভাব্যতা যাচাইয়ে জরিপসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রেরণে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়। পরে ২৯ সেপ্টেম্বর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার তিন সদস্যের কমিটি গঠন করে দেন। কমিটিকে গত ১১ অক্টোবর জায়গার তালিকা হস্তান্তর করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। প্রস্তাবিত জায়গাগুলো হচ্ছে- বাণিজ্য মন্ত্রণালয়ের মালিকানাধনী বন্দরটিলাস্থ টিসিবি ভবনের পেছনের মাঠ, রেলওয়ের মালিকানাধীন পুরাতন পোর্ট মার্কেট সংলগ্ন রেল লাইনের উত্তর পাশের ভূমি, সিডির মালিকানাধীন সল্টগোলা রেল ক্রসিং আজাদ কলোনি মাঠ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন নিমতলা ট্রাক টার্মিনালের বিপরীত পাশ এবং বেপজা মালিকানাধীন র‌্যাব-৭ সংলগ্ন এলাকায় ‘নারী প্রজেক্ট’ এলাকা। এছাড়া আউটার রিং রোডের পূর্ব পাশে বা কান্ট্রি সাইটে আনন্দ বাজার থেকে ধুমপাড়া পর্যন্ত ব্যক্তি মালিকানাধীন এবং সরকারি খাস জমিও প্রস্তাব করা হয়। হাসপাতাল নির্মাণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের বিষয়টি প্রশাসকের বরাতে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত কর্মকর্তা স্বরুপ কুমার দত্ত।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইনে জুয়া থাইল্যান্ডে সেলিমের ৭ কোম্পানি
পরবর্তী নিবন্ধট্রাম্প পরিবারে গৃহদাহ