নগরীর বন্দর থানাধীন বন্দর কলেজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আবুল হোসেন (৫৯) নামের এক বাইক চালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, মোটর সাইকেল চলন্ত অবস্থায় গরমে কাহিল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। আবুল হোসেন, নগরীর চকবাজার বড় মিয়া মসজিদ এলাকার মৃত আবুল কাসেমের ছেলে। আবুল হোসেন চট্টগ্রাম বন্দরে ইলেক্ট্রিক খালাসি পদে চাকুরি করতেন বলে জানিয়েছে বন্দর থানা পুলিশ।
লাশ উদ্ধারকারী বন্দর থানার এসআই আকামুল হোসেন জানান, ‘খবর পেয়ে বন্দর কলেজের সামনে থেকে আমরা মূমুর্ষূ অবস্থায় আবুল হোসেনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়ে দিই। স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞাসাবাদ করে ওখানে অন্য কোন গাড়ির সাথে ধাক্কা লাগেনি বলে জানতে পারি।’ সুরতহালকারী বন্দর থানার আরেক এসআই হাসান আলী বলেন, ‘গাড়ি চালানোর সময় হয়তো গরমে শরীর অবস হয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দুর্ঘটনায় পড়েছিলেন।’












