বন্দরে ১২ কার্গো বার্থে এক ঘণ্টা হ্যান্ডলিং বন্ধ

সড়কে ট্রাফিক আটকালো ক্রেন অপারেটরকে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ এপ্রিল, ২০২১ at ৬:০৬ পূর্বাহ্ণ

লকডাউন চলাকালে ১৪ এপ্রিল রাতে বন্দরে কাজে যাওয়ার সময় সড়কে একটি ক্রেন অপারেটরকে (উইন্সম্যান) আটকানোর জের ধরে বন্দরের ১২ জেনারেল কার্গো বার্থে (জিসিবি) কার্গো হ্যান্ডলিং বন্ধ করে দেন অন্য ক্রেন অপারেটররা। এরপর বন্দর কর্তৃপক্ষের সাথে সিএমপির আলাপের পর কাজে যোগ দেন ক্রেন অপারেটররা। এতে বুধবার দিবাগত রাত পৌনে ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত বার্থিংয়ে থাকা জাহাজগুলোতে কাজ বন্ধ ছিল। তবে এনসিটি ও সিসিটিতে কন্টেনার হ্যান্ডলিং স্বাভাবিক ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্দরে ডিউটিতে আসার সময় বন্দরের বাইরে পুলিশের হাতে এক ক্রেন অপারেটরের মোটরসাইকেল আটক এবং ওই ক্রেন অপারেটরকে হয়রানি করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে বন্দরের ১২টি জেনারেল বার্থে কার্গো হ্যান্ডলিং একযোগে বন্ধ করে দেন অন্য ক্রেন অপারেটররা। হঠাৎ বন্দরের স্বাভাবিক অপারেশনে হঠাৎ স্থবিরতা তৈরি হয়।
এ বিষয়ে বন্দর সচিব মো. ওমর ফারুক দৈনিক আজাদীকে বলেন, ‘বন্দরের বাইরে পুলিশ একজন উইন্সম্যানের মোটরসাইকেল আটক করেছিল। এ খবরটি ছড়িয়ে পড়লে অন্য উইন্সম্যানরা কাজ বন্ধ করে দেন। এরপর বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়। সিএমপির পক্ষ থেকে বিষয়টি সুরাহা করার আশ্বাস দিলে উইন্সম্যানরা কাজে যোগ দেন। এতে কিছু সময় জিসিবির কিছু জাহাজে কাজ বন্ধ ছিল। পরে অবশ্য স্বাভাবিক হয়ে যায়।’

পূর্ববর্তী নিবন্ধপেঁয়াজু বেগুনিতে রং ।। টাঙানো ছিল না মূল্য তালিকা
পরবর্তী নিবন্ধএবারও জৌলুসহীন ইফতার বাজার