বন্দরের শত কোটি টাকার জমি উদ্ধার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

দীর্ঘদিন অবৈধ দখলে থাকা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের শতকোটি টাকা মূল্যের ২০ কাঠারও বেশি জায়গা উদ্ধার করা হয়েছে। লিজ নেয়ার পর নানা কৌশলে জায়গাগুলো দখল করে রাখা হয়েছিল। মামলা মোকদ্দমার মাধ্যমে জটিলতা তৈরি করে জায়গাগুলো দখল করে রাখারও চেষ্টা করা হয়। কিন্তু বন্দর কর্তৃপক্ষের কঠোর অবস্থানের কারণে অবশেষে ফিশারিঘাট এলাকার মূল্যবান জায়গাটি বন্দর কর্তৃপক্ষের দখলে এসেছে। সূত্র জানায়, প্রায় ২০ বছর আগে চট্টগ্রাম বন্দর থেকে ফিশারিঘাট এলাকায় ২০ কাঠা জায়গা লিজ নেয় শেখ জোবায়ের ও জাহেদ নামে দুই ব্যক্তি। শুরুতে লিজের অর্থ পরিশোধ করা হলেও পরবর্তীতে বন্দরের পাওনা টাকা আটকে দেয়া হয়। শুরু হয় মামলা মোকদ্দমা। যা উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। কিছুদিন আগে উচ্চ আদালত মামলাটি খারিজ করলে গতকাল সোমবার সকাল থেকে উচ্ছেদ অভিযানে নামে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্ব দেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি। এ সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল এম শাহজাহান ও বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, সকাল ৮টা থেকে অভিযানে নেমে ২০ কাঠারও বেশি জায়গা উদ্ধার করা হয়। এই জায়গা দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল বলেও তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধমোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, ৩ জন ছুরিকাহত
পরবর্তী নিবন্ধবিশিষ্ট শিল্পপতি নাসির উদ্দিনের ইন্তেকাল