বনের রাজার জরুরি মিটিং (উপকরণের সাহায্যে ১০,০০০ গণনা ও গুচ্ছ করা): ২য় শ্রেণি

মো. জাহেদুল ইসলাম | মঙ্গলবার , ১১ মে, ২০২১ at ২:০৪ পূর্বাহ্ণ

আফ্রিকার ঘন বন। সিংহ হলো এ বনের রাজা। রাজা তার প্রজা অন্যান্য প্রাণীকে জরুরি মিটিংয়ে ডেকেছে। সকাল ৮ টার মধ্যে এসে সবাই হাজির। এলো ১০ টি হাতি ও ১২ টি শিয়াল। তারপর সিংহ জরুরি মিটিং শুরু করলেন।
আচ্ছা তোমরা কি বলতে পারবে, গল্পটিতে হাতি ও শিয়াল মিলে কয়টি প্রাণী আছে? আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে এটি বের করবে।
১। প্রথমে মোট কয়টি হাতি তা গণনা করো।
২। তারপর মোট কয়টি শিয়াল তা গণনা করো।
৩। এবার হাতি ও শিয়াল দুইটি একসাথে গণনা করো।
৪। যদি তুমি হাতি ও শিয়াল মিলে ২২ পেয়ে থাকো, তোমার জন্য আছে একটি “হাততালি”! তোমার উত্তর সঠিক হয়েছে।
৫। এখন আমি যদি হাতি দিয়ে ১০ এর দল বা গুচ্ছ তৈরি করি, তাহলে ১০ এর দল পাবো ১ টি।
৬। আবার, আমি যদি শিয়াল দিয়ে ১০ এর দল বা গুচ্ছ তৈরি করি, তাহলে ১০ এর দল পাবো ১ টি।
৬। ১০ এর দল গঠনের পর অবশিষ্ট শেয়াল থাকবে ২ টি।

ক) এবার চলো আমরা অন্যভাবে কিছু গণনা করি। তুমি তোমার চারপাশে কয়টি ঘর দেখতে পাচ্ছো তা গণনা করে উত্তরটি তোমার শিক্ষক, মা-বাবা অথবা ভাই-বোনকে বলো ও লিখে ফেলো।

খ) এবার চলো আরেকটি মজার কাজ করি। তোমার হাত কি ভালোমতো খেয়াল করেছো? দুই হাতে কয়টি আঙ্গুল আছে তা গণনা করে ঝটপট লিখে ফেলো। মোট কয়টি আঙ্গুল পেয়েছো তা তোমার শিক্ষক, মা-বাবা অথবা ভাই-বোনকে বলো ও লিখে ফেলো।
আচ্ছা তুমি তো দুইটি হাতের আঙ্গুল গণনা করলে। এবার বলো তো, ৭০ টি আঙ্গুল পেতে কয়টি হাতের প্রয়োজন হবে? উত্তরটি ঝটপট খাতায় লিখে ফেলো। উত্তরটি পারলে তোমার জন্য থাকবে একটি হাই ফাইভ!!
গ) নিজেই করবোঃ
এবার তোমার বইয়ের ৬ পৃষ্ঠায় যাও। ছবিতে কয়টি মুরগি দেয়া আছে তা গণনা করে খাতায় লিখো। এরপর ১০ টি করে দলে ভাগ করে মোট কয়টি দল পেয়েছো তা লিখো।

ধাঁধা সমাধানঃ
চলো এবার একটু মজা করা যাক। একটি মজার ধাঁধা সমাধান করি। ধাঁধা সমাধান পাবে পরের ক্লাসে পাবে।
এমন কি আছে যা যদি একবার বেড়ে যায়, তা আর কোনোভাবেই কমে না?
এই পড়াটির বিস্তারিত দেখতে নিচের লিঙ্কে ক্লিক করোঃ Math Worksheet G2_Content_1 PDF

লেখক: ফেলো, ২০২০ কোহর্ট, টিচ ফর বাংলাদেশ

পূর্ববর্তী নিবন্ধ১৭নং ওয়ার্ড পশ্চিম বাকলিয়া ছাত্রলীগের ইফতার বিতরণ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ কোয়াডে গেলে সম্পর্কের ক্ষতি হবে