বনফুল ২য় বিভাগ ফুটবল লিগে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ এবং আবাহনী লিমিটেড জুনিয়র পয়েন্ট ভাগ করে নিয়েছে। দু’দলের খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে।
আজ সকাল ৯টায় সাউথ এন্ড ক্লাব বনাম মাদারবাড়ি শোভানিয়া ক্লাব এবং দুপুর ১২.৪৫ টায় আগ্রাবাদ কমরেড ক্লাব বনাম পাইরেট্স অব চিটাগাং পরস্পরের মোকাবেলা করবে।