বনফুল ২য় বিভাগ ফুটবল লিগের ফলাফল

| বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বনফুল ২য় বিভাগ ফুটবল লিগে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ এবং আবাহনী লিমিটেড জুনিয়র পয়েন্ট ভাগ করে নিয়েছে। দু’দলের খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে।

আজ সকাল ৯টায় সাউথ এন্ড ক্লাব বনাম মাদারবাড়ি শোভানিয়া ক্লাব এবং দুপুর ১২.৪৫ টায় আগ্রাবাদ কমরেড ক্লাব বনাম পাইরেট্‌স অব চিটাগাং পরস্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রেস ক্লাব ক্রীড়ায় টিটি ডাবলসে রেজা-সেলিম জুটি চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধশিরোপা দৌড়ে শামিল রাইজিং স্টার কিষোয়ান-বাকলিয়া ম্যাচ ড্র