বনফুল সিজেকেএস-সিডিএফএ ২য় বিভাগ ফুটবল লিগের পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। গতকার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোববার লিগের প্রথম খেলায় আবাহনী লিমিটেড জুনিয়র ১-০ গোলে পাইরেট্স অব চিটাগাংকে পরাজিত করে।
বিজয়ী দলের মো. সাজ্জাদ হোসেন একমাত্র গোলটি করেন। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় সিএমপি ফুটবল দল ১-০ গোলে আগ্রাবাদ কমরেড ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের গোলদাতা মো. আসিফ এ গোলটি করেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন সাউথ এন্ড ক্লাব ও রানার্স আপ মাদারবাড়ি শোভানিয়া ক্লাবের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।
চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি মো. তাহের-উল-আলম চৌধুরী স্বপনের সভাপতিত্বে এবং সিডিএফএ এর ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম লেদুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি এ.কে.এম. এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল), মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল হাসেম, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, হাসান মুরাদ বিপ্লব, নাসির মিঞা, মো. হারুন আল রশীদ, কাজী জসিম উদ্দিন, সিডিএফএ ইয়াছির আরাফাত চৌধুরী, মাহমুদুর রহমান মাহবুব, আকতারুজ্জামান, মশিউল আলম স্বপন, রায়হান উদ্দিন রুবেল, আবু জাহেদ, জাহেদ হোসেন, লোকমান হাকিম মো. ইব্রাহিম, এম.এ মুছা বাবলু, শওকত হোসেন, সরওয়ার আলম মনি প্রমুখ।