বদ্ধ জীবন

নীলিমা শামীম | রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১০:৪৯ পূর্বাহ্ণ

রূপগুণ মানুষের তৈরি নয়, শুধুই বিধাতার সৃষ্টি
চিন্তাযুক্ত ভাবভঙ্গিমায় প্রসারিত দৃষ্টি।

কোয়ারেন্টাইন শুনতে গিয়ে দেখি আয়নার সম্মুখে
চুল ঝরছে আঙিনা জুড়ে, কপালেও নেমেছে সাদা চুল।

কণ্ঠনালী থেমে থেমে, জল গড়ায় হুঁশ থাকে না
কাঁপছে দেহ ধীরে ধীরে, বুঝলাম বয়স থেমে নেই।

রঙিন রঙিন স্বপ্নগুলো ধূসর রঙ ধারণ করছে।
সখের ইচ্ছেও আজ দূরে বহু দূরে।
হৃদয়ও বনবাসী, মনও উদাসীন।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসি ভালোবাসি
পরবর্তী নিবন্ধদুরন্ত শৈশব