নারী তোমায় কে বলেছে পৃথিবীর এতো দহন জ্বালা সইতে?
কে বলেছে নদীর উত্তাল তরঙ্গ বুকেতে জড়িয়ে নিয়ে বইতে?
থামো, হে নারী থামো, এতো ঝড়ঝঞ্ঝা মাথায় নিয়ে ছোটো না,
বদলে গেছে দিন, সম্মুখে নিয়ন বাতি জ্বলছে ভেবো না।
যারা তোমার চারপাশে গেড়েছে কংক্রিটের রক্ত মাখা প্রাচীর,
মনের অবগুণ্ঠন খুলে ভেঙে গুড়িয়ে দাও নিজেরে করো জাহির।