বদলি চালকের বেশে মিনি ট্রাক চুরি

চক্রের এক সদস্য গ্রেপ্তার আমবাগানে ৩ চোরাই গাড়ি জব্দ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ৯:১০ পূর্বাহ্ণ

তারা বদলি চালক। দেশের বিভিন্ন এলাকায় মূল চালকের বদলি হিসেবে মিনি ট্রাক চালিয়ে বিভিন্ন পণ্য পরিবহন করেন। তবে উদ্দেশ্য তাদের ভিন্ন। পণ্য পরিবহনের আড়ালে সুযোগ বুঝে ওই ট্রাক চুরি করে চট্টগ্রামে নিয়ে আসেন। কখনো পুরো ট্রাকটিই বিক্রি করে দেন। কখনো-বা ট্রাকটির বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করেন। খুলশী থানা পুলিশের অভিযানে এ ধরনের একটি চক্রের মো. রাকিব (২৪) নামে এক সদস্য ধরা পড়েছেন। আমবাগান আবহাওয়া অফিস সংলগ্ন ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাঠে অভিযান চালিয়ে বিক্রির জন্য রাখা তিনটি চোরাই মিনি ট্রাক (ফেনী-ন-১১-০৬১২, চট্টমেট্রো-ন-১১-০৪৪৯ এবং নোয়াখালী-ন-১১-০৬১২) জব্দ করা হয়।
খুলশী থানার ওসি মো. শাহিনুজ্জামান আজাদীকে বলেন, দীর্ঘদিন ধরে বদলি চালকের বেশে চক্রের সদস্যরা দেশের বিভিন্ন প্রান্তে মিনি ট্রাক চালাতেন। পরে সুযোগ বুঝে ট্রাকটি চুরি করে আসল নম্বর প্লেট খুলে নকল নম্বর প্লেট লাগিয়ে চট্টগ্রাম নিয়ে আসতেন। এরপর কিছুদিন নিজেদের কাছে রেখে বিক্রি করে দিতেন। আমরা এ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছি। পুলিশের উপস্থিতি টের তার আরো দুই সহযোগী কামরুল ও আরিফ পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসাবরিনার মামলায় সাক্ষী আসেনি, দুই ওসিকে শোকজ