বদলায়নি এই মন

কামরুন ঋজু | রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৭:৩৮ পূর্বাহ্ণ

সবকিছু আগের মতোই আছে।
সেই আকাশ-মেঘ-সূর্যসারথি
সোনালী বিকেলের মায়া
পল্লবিত ছায়াবীথি–
বদলায় নি কিছু।

শুধু বদলে গেছো তুমি,
শরীরে ও মনে
আচার-আচরণে।
বদলে গেছি আমি,
বদল হয়েছে আবাসন
সময়ের সাথে দিনক্ষণ।

বদলায় নি শুধু এই মন।
তৃষিত নয়ন মেলে
এখনও আকাশ দেখি
পাখিদের উড়ে যাওয়া দেখি।
প্রস্ফুটিত ফুলের সৌরভে এখনও
আলোড়িত হই
ভুলে যাই তখোন এই আমি
–সেই আমি নই।

পূর্ববর্তী নিবন্ধভাবনায় তুমি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় হুইল চেয়ার পেল ৮ প্রতিবন্ধী