মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভাণ্ডারী (মাজিআ) বলেছেন, ইসলামের ইতিহাসে সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার স্মারক হিসেবে বদরের যুদ্ধ আমাদের কাছে অতি মর্যাদাবান। বদরের যুদ্ধে রোজাদার মুসলিম মুজাহিদদের বীরত্ব ও ত্যাগ তিতিক্ষার ফলে ইসলামের বিজয় সূচিত হয়।
গতকাল মঙ্গলবার ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবারে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার উদ্যোগে বদর দিবস ও শাহ্সূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.)’র চন্দ্র বার্ষিকী ওরশ উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন শাহ্জাদা মেহবুব-এ-মইনুদ্দীন, শাহ্জাদা হাসনাইন-এ-মইনুদ্দীন। মাহফিলে হযরত মাওলানা বাকের আনসারীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, মাওলানা নঈম উদ্দীন, মো. ইব্রাহিম মিয়া মাইজভাণ্ডারী, মাওলানা সাইফুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন, শায়ের মনসুর আলী, মো. আলী হোসাইন প্রমুখ।