বঙ্গমাতার সংগ্রামী জীবন হোক নারীদের আদর্শ : মেয়র

| বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যে আত্মত্যাগ করেছেন তা থেকে শিক্ষা নেয়ার জন্য নারীদের আহবান জানিয়েছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

গতকাল বুধবার চট্টগ্রাম ক্লাবের স্কোয়াশ গ্রাউন্ডে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা স্মরণে এসএ গ্রুপের বিশেষ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। মেয়র বলেন, প্রতিটি ক্ষেত্রে বঙ্গমাতা বঙ্গবন্ধুর পাশে থেকে সহযোগিতা করে গেছেন। তিনি আজকের নারীদের তাঁর আদর্শ অনুসরনের আহবান জানান।

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনীতে বঙ্গমাতার সাহসী জীবন, মুক্তিযুদ্ধে বঙ্গমাতার অবদান, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনে তার সম্পৃক্ততা এবং একজন প্রেরনাদায়িনী মা ’র অমর কীর্তির প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্লাবের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, কাউন্সিলর মোরশেদ আলম, ব্রিগেডিয়ার (অব.) কামরুল ইসলাম, চট্টগ্রাম ক্লাবের স্কোয়াশের মেম্বার ইনচার্জ মো. সালামত উল্লাহ , এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবগুড়ার শিশু ধর্ষণ মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকাজেম আলী স্কুল অ্যান্ড কলেজে আহরণের কার্যক্রম