বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু–কিশোর জেলার রবীন্দ্র–নজরুল সাংস্কৃতিক উৎসব প্রতিযোগিতা ও সনদপত্র বিতরণ গত ১৭ মে চান্দগাঁও বাহির সিগন্যাল চিটাগাং হলি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক সাবরিনা আফরোজার সভপতিত্বে, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মধু চৌধুরীর সঞ্চালনায় প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ সজীব শীল।
প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. উদয় শঙ্কর রায়। প্রধান বক্তা ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা হ্যাপিময়ী দেবী। প্রধান আলোচক ছিলেন সুভাষ দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন স্কুলের সহকারী শিক্ষিকা লীমা ঘোষ, বায়েজিদ ফরায়েজী, সেলিম উল্লাহ চৌধুরী।
সভায় বক্তারা বলেন রবীন্দ্রনাথ–নজরুল বাঙালির অনন্ত প্রেরণার উৎস। উৎসব শেষে বিজয়ীদের মাঝে সনদ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।