বঙ্গবন্ধু সর্বজনীন ও সর্বকালীন

জাতির জনকের জন্মদিনের অনুষ্ঠানে মেয়র

| শুক্রবার , ১৮ মার্চ, ২০২২ at ৯:০৪ পূর্বাহ্ণ

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আজ বাঙালির মহামানবের জন্মদিন। যার জন্ম হয়েছিলো বলেই বাংলাদেশের জন্ম হয়েছে। যাকে নিয়ে বাঙালির অহংকার কোনদিন ফুরাবে না। একজন মানুষ যে দেশ ও জাতির সামর্থক শব্দ হয়ে উঠতে পারেন, তার উৎকৃষ্ট উদহারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কালের বিবর্তনে বঙ্গবন্ধু সর্বজনীন সর্বকালীন। গতকাল বৃহস্পতিবার পাহাড়তলী শেখ রাসেল শিশু পার্কে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চসিক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, মোহাম্মদ গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, অধ্যাপক মো. ইসলামইল, ওয়াসিম উদ্দিন চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, মো. নুরুল আমিন, আবুল হাসনাত বেলাল, সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, মো. জসিম উদ্দিন, মুহাম্মদ আবুর হাশেম, প্রকৌশলী কামরুল ইসলাম, ম্যাজিস্ট্রেট মনিষা মহাজন, হুমায়ুন কবির চৌধুৃরী। স্বাগত বক্তব্য রাখেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইমপেরিয়াল হাসপাতালে জন্ম নেয়া প্রতিটি শিশুকে বিশেষ মর্যাদা দেয়ার ঘোষণা
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা