বঙ্গবন্ধু বাঙালি হৃদয়ে বেঁচে থাকবেন হাজার বছর

মুজিব সেনার শোক দিবসের সভায় মেয়র

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩১ আগস্ট, ২০২২ at ১১:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু বাঙালি হৃদয়ের মণিকোঠায় হাজার বছর বেঁচে থাকবেন। তিনি পরাধীন বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন, দিয়েছেন অর্থনৈতিক মুক্তি ও সার্বভৌমত্ব। তিনি না হলে বাংলাদেশ কখনো স্বাধীনতা লাভ করতে পারতো না। তিনি ছিলেন একজন বিশ্বমানের নেতা। যারা বাংলাদেশের উন্নয়ন চায় না, তারা আবারও আগামী নির্বাচনকে সামনে রেখে নানামুখী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের দাঁতভাঙা জবাব দিতে মুজিব সেনার নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
মুজিব সেনা চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুজিব সেনা মহানগর শাখার সভাপতি মাহাবুব আলম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুকের সঞ্চালনায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা ও মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা। সম্মানিত অতিথি ছিলেন হালিশহর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কায়সার।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সাবেক নির্বাহী সদস্য শেখ আহমদ জাহেদ, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহফুজুর রহমান মাহফুজ, দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড যুবলীগের সভাপতি মাঈনুল ইসলাম, দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফসিউল আলম সমীর, রামপুর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফারজানা আফরোজ জেনিফার, মহানগর মুজিব সেনা নেতৃবৃন্দের মধ্যে সাদেকুর রহমান সাদেক, ইমরান মাহমুদ, মো. আসাদ, জি এম দিপু, সিজার বড়ুয়া, হাসনাতুজ্জামান চৌধুরী, জাহেদুল ইসলাম রাইসুল, আরিফুল ইসলাম আরিফ, ডা. আব্দুল মান্নান, আনোয়ার হোসেন মিঠু, ফাতেমা নাছরিন প্রিমা প্রমুখ বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ার শিক্ষার্থীদের জন্য ভারত উচ্চশিক্ষার আদর্শ গন্তব্য
পরবর্তী নিবন্ধবিএনপি-জামায়াতের সম্পর্ক ভাঙার নয় : তথ্যমন্ত্রী