পটিয়া প্রতিনিধি জানান, হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য, বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির জন্য আজীবন চেষ্টা করে গেছেন। তিনি গত মঙ্গলবার পটিয়া উপজেলা যুবলীগ আয়োজিত শোক দিবসের সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। হাসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও ইমরান উদ্দিন বশির এবং রিটন নাথের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মোতাহারুল ইসলাম চৌধুরী, আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, ইউনুস খান জসিম, অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, সাইফুল হাসান টিটু, হাবিবুল হক চৌধুরী, মোরশেদু হক, মো. ফয়সাল, দিদারুল আলম, শাহ আলম মেম্বার, এনামুল হক মজুমদার, হারুন মাস্টার, শীতল তালুকদার, মহিউদ্দিন, মিঠুন চৌধুরী, মোহাম্মদ ওয়াসিম, শাহজাহান চৌধুরী, কামাল উদ্দিন পারভেজ, আহাম্মদ নুর সাগর, ফয়সাল আহমদ জনি, আনোয়ার তালুকদার প্রমুখ।
দোহাজারী সড়ক বিভাগ : চন্দনাইশ প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে গত ১৫ আগস্ট দোহাজারী সড়ক বিভাগের উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভার আয়োজন করা হয়। উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ রাফিজ বিন মনজুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ। আলোচনায় অংশ নেন বিভাগীয় হিসাব রক্ষক অর্পন প্রসাদ ঘোষ, উপ-সহকারী প্রকৌশলী মো. ইউনুচ, নকশাবিদ মোক্তাদের মাওলা, সার্ভেয়ার সুভাশীষ চাকমা, ওয়ার্ক সুপার ভাইজার শ্যামল জ্যোতি চাকমা প্রমুখ।
ধোপাছড়ি ইউনিয়ন পরিষদ : দিবসটি উপলক্ষে ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল, এতিমদের মাঝে নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম। প্রধান বক্তা ছিলেন সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন। আবদুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দুলাল কান্তি নাথ, আতাউল হক, মহসিন আলী, আবদুল আজিজ, জাহাঙ্গীর আলম, আবদুল মোনাফ, গফুর সর্দার, মেঝ মিয়া, শামসুল ইসলাম, ইদ্রিস সওদাগর, মো. শফিক, আবুল কালাম, আবদুল শুক্কুর, মোস্তাফিজুর রহমান, হাজী করিম, হাজী শাহ আলম, মাস্টার আবদুস কু্দ্দুস, মমিনুল হক, হেলাল উদ্দিন, মেম্বার নুরুল কবির প্রমুখ।বরকল ইউনিয়ন পরিষদ : বরকল ইউনিয়ন পরিষদের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল, তবারুক বিতরণ ও আলোচনা সভা ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাইফুর রহমান, ফরিদুল আলম চৌধুরী, শওকত হোসেন ফিরোজ, দিদারুল আলম চৌধুরী, মিজানুর রহমান, ইরফান সাদেক শুভ, জাহিদুল ওচমান নেচার, ইমরান খান বাহাদুর, কামাল উদ্দিন হেলাল, শহিদুল আলম, সেলিম চৌধুরী, মোহাম্মদ বাবুল, নিবু বড়ুয়া, আমানুল্লাহ চৌধুরী, রূপম কান্তি বিশ্বাস, অজিত ব্যানার্জি, বাহাদুর শাহ ভান্ডারী, আনোয়ার হোসেন, শাহাদাত হোসেন, পুলক ভাট্টাচার্য, বৈরাম খান রিটু, জি.এম. করিম, বাপ্পি শিকাদার প্রমুখ।
বাঁশখালী মহিলা আ.লীগ : বাঁশখালী প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ছিলেন দক্ষিণ জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা। অতিথি ছিলেন রেহেনা ফেরদৌস, কাজী শারমিন সুমি, আ.ন.ম শাহাদত আলম, রোজিয়া সুলতানা, মাওলানা আকতার হোছাইন, জীবন আরা বেগম, নুসরাত আলম, নুরতাজ বেগম ,নিতা বড়ুয়া, দিপ্তী দাশ, ইয়াসমিন আক্তার।
পাঁচলাইশ থানা ছাত্রলীগ : জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতির পিতা ও তাঁর পরিবারের সকল সদস্যের স্মরণে শোক র্যালি, খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পাঁচলাইশ থানা ছাত্রলীগ। দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সভাপতি মীর জিহান আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন রবিন, সহ-সভাপতি খোরশেদ আলী জনি, সহ-সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সব্যসাচী নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, জহিরুল ইসলাম, শামিল চৌধুরী, মোহাম্মদ রায়হান নাদিম সানি, ওয়াহিদুল আলম পিয়াল, মো. জুনায়েদ, সোহেল, আকিল ইবনে হাবীব, মো. গিয়াস, শিহাব নওরাজ খান, মো. ফয়েজ ইশমাম।
২১নং জামাল খান ওয়ার্ড আ.লীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২১নং জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন রশ্মি বড়ুয়ার পরিচালনায় ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন শামসুদ্দীন নুরী। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী বিজয় কিষান চৌধুরী, রাশেদুল আলম, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মুহাম্মদ শাহাবুদ্দীন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চিত্তরঞ্জন সরকার, পীযুষ বিশ্বাস, মো. সৈয়দুল আলম, আহমদ ছোবহান, জাহাঙ্গীর মোস্তফা, অনিল দাশ, বাবুল দেব রায়, রঞ্জন রশ্মি বড়ুয়া, ইমতিয়াজ আহমেদ, ডা. মঈনুল ইসলাম, আবু ফরহাদ চৌধুরী সাবু, তৌহিদুর রহমান, আহমদ আবু মঞ্জুর, কাজী আব্দুর রকিব, মুন্সি মিয়া, ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু, ইকবাল আহমেদ ইমু, মো. শুক্কুর, মো. মাসুদ আলী, সুভাষ দেব, শরফুদ্দীন মাহি, কাঞ্চন চৌধুরী, সাঈদুল হক, সাধন চন্দ্র বড়ুয়া, সুশীল মজুমদার, হুমায়ন কবির মাসুদ, সাইফুল ইসলাম বাপ্পি, উত্তম সেন প্রমুখ।
আদর্শে বঙ্গবন্ধু : গভীর শোক আর শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে ‘আদর্শে বঙ্গবন্ধু’ চট্টগ্রাম মহানগর শাখা। সিটিসি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সিটি কলেজ ছাত্রলীগ নেতা মো. শাহাদাতের সঞ্চালনায় শ্রদ্ধা নিবেদন করা হয়। ইঞ্জিনিয়ার শাহেদ মিজানের নেতৃত্বে উপস্থিত ছিলেন মো. সাইফুল, মো. হাবিব, মো. কামরুল, মো. রাব্বি, মো. সুজন চৌধুরী, মো. লিয়াকত, মো. এহসান, মো. এরফান, মো. সঞ্জয় দাশ, রহমতুল্লাহ, মো. কাজী রাহিম, মো. রাকিবুল, মো. হেদায়েত, মো. আসিফ, মো. রাহতুল, মো. কবির, মো. শাকিল,আজয় বড়ুয়া, মো. রফিক চৌধুরী, মো. হেলাল, মো. আশরাফ মো. আরাফাত, মো. শিহাব, মো. রফিক, মো. মহিউদ্দিন, মো. কামরুল, মো. আশিক, মো. জাব্বার আলি, মো. নয়িম চৌধুরী, মো. জিহান, মো. রাব্বি ও মো. তৌফিক, মো. ইমতিয়াজ, মো. জুনায়েদ, মো. বাশার, মো. বসির, মো. আফ্রিদি, মো. সোলাইমান, মো. আজওয়াদ, জয় দাশ প্রমুখ।
সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি : সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন ফিশারীঘাটে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এতে প্রধান অতিথি ছিলেন মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি ও সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক (বাবুল সরকার)। সভাপতিত্ব করেন সমিতির পরিচালক ও চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী লীগের সহ-সভাপতি এ.কে.এম ফজলুল হক এবং সঞ্চলনা করেন সমিতির সদস্য প্রবীর দাশ। এ সময় উপস্থিত ছিলেন সমিতির পরিচালক হাফেজ মো. ইসমাইল, সেলিম উল্লাহ, মো. আজিজ সওদাগর, মো. ইব্রাহিম সওদাগর, মো. সেকান্দর মিয়া, এমদাদুল হক, সৈয়দ নূর, আব্দুর শুক্কুর, কুতুব উদ্দিন, মো. আক্তার হোসেন, সেলিম উদ্দিন শেকু, নুরুল আমিন, মো. শামসুল আলম, মো. আবুল বশর, জয়নাল আবেদিন, সাইফুদ্দিন রাসেল, আব্দুর নুর টিপু, আব্দুল মুনাফ, মো. মোস্তফা, মো. সালাউদ্দিন মুসা, মো. ইউসুফ, মো. হাবিব, মো. জসিম, মো. সোহেল, মো. ইলিয়াস, মো. সুমন, এমদাদুল হক, মো. সাব্বির, মো. পারভেজ প্রমুখ।
৪০নং ওয়ার্ড আওয়ামী লীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর আবদুল বারেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নুর মোহাম্মদ, আলী আকবর চৌধুরী, শাহাদাত হাসান, ফরিদ নেওয়াজ, নজরুল ইসলাম, আফরোজা খানম। উপস্থিত ছিলেন হাজী ওমর ফারুক, মো. শামসুদ্দিন, জাফর আহমদ, মো. ইদ্রিস, ছাদেকুর রহমান, সাহাবুদ্দিন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা এখলাছুর রহমান।
মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ফাউন্ডেশন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাসির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে নাগরিক সমাজ চট্টগ্রামের সৌজন্যে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইব্রাহিম হোসাইন চৌধুরী বাবুল, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাসির উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ নাফিজ উদ্দিন, প্রবীণ সাংবাদিক বেলায়েত হোসাইন, নেসার আহমেদ খান, কবি মিনু মিত্র, আওয়ামীলীগ নেতা নুরুল হুদা, আবৃতি শিল্পী বিপ্লব কুমার শীল, সাজ্জাদ হোসাইন জাফর, মো. একরাম, বনমালী, শিল্পী নারায়ণ, জায়দিদ মাহমুদ, এস এম রাকিবুল, সুনীলচন্দ্র, সাইমন ইসলাম শুভ প্রমুখ।
মহানগর মোটরচালক লীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মোটরচালক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ। বিকালে নগরীর অক্সিজেন পশ্চিম শহীদ নগর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোটরচালক লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি হাজী সিরাজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মাজহারুল হক চৌধুরী মীরুর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মো. জাফর আলী, সহ সভাপতি মো. আবদুর শুক্ক পাঁচলাইশী, কাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পদক আববুল কালাম, মো. সালাউদ্দিন, চান মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম নুরু, মো. আবুল কাশেম সরকার, মো. আবছার, নুরুল আলম, আবদুল মাবুদ, মো. মিজান, মো. দুলাল, আবদুল করিম, মো. তাজু, মাহামুদুল হক মাঝি, জমির আহম্মেদ, সেলিম হোসেন চৌধুরী, মানিক হাওলাদার, নাছির উদ্দিন শাহা, আনিসুজ্জামান, আব্দুল সালাম, এয়াকুব, সুমন দে, মুনছুর আহম্মেদ, শাহাদাত হোসেন, মো. ফারুক, বজলুর রহমান, মো. জসিম, মো. তসলিম, আলমগীর গাজী, খোরশেদ আলম, মো. মাহাবুবুল আলম, মো. সাইফুল ইসলাম, মো. কামাল প্রমুখ।
এম কফিল উদ্দিন ফাউন্ডেশন : স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে না হলে বাংলাদেশ কখনও স্বাধীন হতো না। সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম কফিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীর ডিসি রোডের কফিল উদ্দিন চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফাউন্ডেশনের পরিচালক ও স্বেচ্ছাসেবক লীগের সংগঠক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান। আরও বক্তব্য রাখেন বাকলিয়া থানা আওয়ামী লীগ নেতা সিরাজুদ্দৌলা দৌলত, সাইফুল ইসলাম, সাহাব উদ্দিন সাবু, লিটন, হোসেন সরোয়ার্দী এলিন, বোরহান উদ্দিন ফরহাদ, আমিনুল ইসলাম আজাদ, নাসরিন সুলতানা, নজরুল ইসলাম, নিজাম উদ্দিন আহাদ, মাঈনুল কামাল, মো. ফয়সাল প্রমুখ।
বিজয়’৭১ : বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে ও বিজয়’৭১ এবং বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের সহযোগিতায় দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প নগরীর ডিসি হিল প্রাঙ্গনে বিজয়’৭১ এর সভাপতি সজল চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে উক্ত কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা: আর. কে. রুবেল। প্রধান অতিথি ছিলেন সংগঠনের স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান ভানুরঞ্জন চক্রবর্ত্তী। এ সময় ফ্রি চিকিৎসা ক্যাম্প প্রদান করেন ডা: মুনির আজাদ, ডা: এস কে পাল সুজন, ডা: অপূর্ব ধর, ডা: উজ্জ্বল বিশ্বাস, ডা: বেলাল হোসেন উদয়ন। উপস্থিত ছিলেন ডা: মুজিবুল হক চৌধুরী, আনিসুর রহমান ফরহাদ, রিপন সিং, জুবাইর, শফিকুল ইসলাম, সারোয়ার হোসেন শাহীন, উপদেষ্টা মো: গিয়াস উদ্দিন সিদ্দিকী, ওম প্রকাশ দাশ খোকন, মৈত্রী তালিব, রিংকু ভট্টাচার্য, সচিন্দ্র প্রমুখ।











