বঙ্গবন্ধু টানেল সড়কে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজাদী অনলাইন | সোমবার , ৪ ডিসেম্বর, ২০২৩ at ৫:২৪ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টালেন সড়কে আনোয়ারা প্রান্তের অবৈধ দখলদার স্থাপনাগুলো গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার টানেল প্রান্তে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ্ আল মুমিন।

এ সময় তিনি সড়ক ও অবৈধ দখলে থাকা অর্ধশতাধিক স্থাপনা গুড়িয়ে দেন। অভিযানে স্থানীয় চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীরা জানান, এলাকার কিছু লোকজন টাকার বিনিময়ে এসব ভ্রাম্যমান দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছেন ব্যবসায়ীদের কাছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ্ আল মুমিন বলেন, ‘টালেনকে ঘিরে আশপাশ এলাকায় অর্ধশতাধিক ভ্রাম্যমান দোকান ও অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে করে টানেলের প্রবেশে বাঁধা সৃষ্টি হচ্ছে। সোমবার অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ এবং সতর্ক করা হয়।’

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-১৫: স্বতন্ত্র প্রার্থী মোতালেব এবং ডা. মিনহাজের মনোনয়নপত্র বাতিল
পরবর্তী নিবন্ধগণশৌচাগারের পাশে লুকিয়ে ছিল ৭ ডাকাত, ধরল কোতোয়ালী পুলিশ