চট্টগ্রাম-১৫: স্বতন্ত্র প্রার্থী মোতালেব এবং ডা. মিনহাজের মনোনয়নপত্র বাতিল

আজাদী অনলাইন | সোমবার , ৪ ডিসেম্বর, ২০২৩ at ৫:০৮ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন নং-২৯২, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের দুই সতন্ত্র প্রার্থী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেব এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ডা. আ ম ম মিনহাজুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

চট্টগ্রামের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই করে এক শতাংশ সমর্থনকারী ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল হয়।

বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন এই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুন হাছান।

তিনি বলেন, এক শতাংশ সমর্থনকারী ভোটার তালিকায় গড়মিলের কারণে তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে লেলাং খালে বালি মহালে অভিযান, ১০ হাজার ঘনফুট বালি জব্দ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেল সড়কে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ