বঙ্গবন্ধু টানেলের ৭০ শতাংশ সিমেন্টের যোগান দিয়েছে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড। জার্মান ভিত্তিক প্রতিষ্ঠানটির দুইটি ব্র্যান্ডের একটি হচ্ছে রুবি সিমেন্ট। আর এই সিমেন্ট দিয়েই যোগান দেয়া হয়েছে টানেলের প্রয়োজনীয় সিমেন্টের ৭০ শতাংশ। সিমেন্ট উৎপাদনে ১৫০ বছরের অভিজ্ঞতা নিয়ে ৫০টিরও বেশি দেশে কাজ করছে হাইডেলবার্গ সিমেন্ট। বাংলাদেশে রুবি সিমেন্ট ছাড়াও স্ক্যান সিমেন্ট নামের তাদের জনপ্রিয় একটি ব্র্যান্ড রয়েছে।
গুণগত মানের সিমেন্টের জন্য রুবি সিমেন্ট বেশ জনপ্রিয়। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলকে কেন্দ্র করে ব্যবসার প্রসার করায় রুবি সিমেন্ট যেমন নির্মাণ শিল্পে অনন্য এক ঐতিহ্যের উচ্চতায় পৌঁছেছে তেমনি স্থানীয় ব্যবহারকারীদের মনে জায়গা করে নিয়েছে গভীরভাবে।
চট্টগ্রামজুড়ে বিভিন্ন মেগা প্রকল্পে রুবি সিমেন্টের ব্যবহার চোখে পড়ার মতো। এর মধ্যে উল্লেখযোগ্য – বঙ্গবন্ধু টানেল, ৩য় কর্ণফুলী সেতু, সিডিএ এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার রেল প্রকল্পসহ অন্যান্য বেশ কিছু প্রকল্প। ধারাবাহিকভাবে পণ্যের উচ্চ গুণমান রুবি সিমেন্টকে চট্টগ্রামের ঐতিহ্য ও অগ্রগতির একটি অবিচ্ছেদ অংশে পরিণত করেছে।
বঙ্গবন্ধু টানেল প্রকল্পের চাহিদার প্রায় ৭০% সিমেন্ট সরবরাহ করেছে রুবি সিমেন্ট। প্রকল্পটিতে বেশিরভাগই পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট (PCC) ব্যবহার হলেও কিছুক্ষেত্রে ব্যবহৃত হয়েছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। বঙ্গবন্ধু টানেল কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী সকল গুণগতমান বিদ্যমান থাকায় টানেল নির্মাণ কাজের জন্য কর্তৃপক্ষ রুবি সিমেন্টকে বেছে নিয়েছে বলেও জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।