চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেডিকেল কলেজের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ই আগস্টের সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে পুস্পস্তবক অর্পণ, পবিত্র কোরান খতম, মিলাদ মাহফিল, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, হামদ-নাত প্রতিযোগিতা, কালো ব্যাজ ধারণ, হাসপাতালে ভর্তিকৃত দুঃস্থ ও গরিব রোগীদের মাঝে খাবার বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস-প্রেসিডেন্ট এবং গভর্নিং বডির ভাইস-চেয়ারম্যান সৈয়দ মোরশেদ হোসেন। বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট এবং কলেজের গভর্নিং বডির ভাইস-চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক ডা. এম.এ. তাহের খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী রেজাউল করিম আজাদ, কার্যনির্বাহী কমিটির জয়েন্ট ট্রেজারার লায়ন এস, এম, কুতুব উদ্দিন এবং আহসান উল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রেহেনা বেগম ফেরদৌস চৌধুরী। আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অসীম কুমার বড়ুয়া এবং ডা. নূরুল হক।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছ। কর্মসূচীর মধ্যে ছিল- পতাকা অর্ধনমিতকরণ, বিজিসি বিদ্যানগরস্থ বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মথুরালে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা ও দোয়া মাহফিল। এছাড়া বিজিসি ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য ব্যারিষ্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফের পৃষ্টপােষকতায় দু’দিনব্যাপী ব্লাড গ্রুপিং অনুষ্ঠানের ও আয়োজন করা হয়।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কর্তৃক শ্রদ্ধা ও সম্মান এবং ভাবগাম্ভীর্যের সাথে ১৫ আগস্ট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল কোম্পানির স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও শোক প্রকাশের কালো পতাকা উত্তোলন, সকল কর্মকর্তা কর্মচারীর কালো ব্যাজ ধারণ, জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলী নিবেদন, বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর ডকুমেন্টরি প্রর্দশন, জাতির পিতার কর্মময় জীবনের ওপর আলোচনা সভা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল, স্থানীয় এতিমখানা তবারক বিতরণ ইত্যাদি। দিবসের সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ মাজেদ। এতে অংশগ্রহণ করেন কোম্পানির সকল মহাব্যবস্থাপক, অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন ও সিবিএ নেতৃবৃন্দ এবং সকল কর্মচারী-কর্মকর্তা।
পদ্মা অয়েল কোম্পানী : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালকসহ কোম্পানির সকল স্তরের কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের উপস্থিতিতে সূর্যোদয়ের সাথে সাথে পতাকা অর্ধনমিত করা হয়। অতঃপর, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাইপারটেনশন ও হার্ট ফেইলিউর ফাউন্ডেশন : বাংলাদেশ হাইপারটেনশন ও হার্ট ফেইলিউর ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে পাঁচলাইশ অফিসে হাইপারটেনশন ও হার্ট ক্যাম্পের আয়োজন করা হয়। এতে রোগীরা বিনামূল্যে পরামর্শ ও ওষুধ পান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. প্রবীর কুমার দাস, ইসি সদস্য ডা. নশেশ চন্দ্র রায়, মেডিকেল অফিসার ডা. অভিজিৎ সাহা, ডা. তন্ময় শীল।
সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজ : উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজে জাতীয় শোক দিবস উদযাপন কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজিত কান্তি দাশের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি হাসিনা জাফর চৌধুরী। প্রধান বক্তা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এড. আহমদ সাইফুদ্দীন সিদ্দিকী, বক্তব্য রাখেন অধ্যাপক নিলু মণি শর্মা, অধ্যাপক হারুনর রশিদ, প্রভাষক মু. আবু নোমান। মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মি. জালাল আহমদ এবং সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আবদুর রউফ সৌরভ।
জে এম সেন স্কুল এন্ড কলেজ : ফিরিঙ্গিবাজারস্থ যাত্রা মোহন সেন স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গভর্নিং বডির সভাপতি এড. মোহাম্মদ খোরশেদ আলম দোভাষের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ জহুরুল ইসলাম। বক্তব্য রাখেন স্কুল সহ-প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াছিন, সহকারী অধ্যাপক টিপলু বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক ইফতেখার আহমেদ সোয়েব।
সাতবাড়িয়া অলি আহমদ বীর বিক্রম কলেজ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্ণিং বর্ডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আসহাব উদ্দিন আহমদ। প্রধান অতিথি ছিলেন দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ আবুল বশর ভূইয়া। অধ্যাপক সেবাশীষ বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম, মিনহাজুল হুদা, জনাব নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, আবু বাকের ছিদ্দিকী, আজহার উদ্দিন চৌধুরী ও ফরিদুল হক। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামরা করে মুনাজাত করেন অধ্যাপক ছামিরুল ইসলাম।
উত্তর জেলা যুব মহিলা লীগ : জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শোক দিবসের প্রথম প্রহরে দোস্ত বিল্ডিং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন এডভোকেট ফাতেমা নার্গিস হেলনা, বৃষ্টি কবির, রানী এলিজা, শামিমা আকতার, পারভিন আকতার প্রমুখ।
বাঁশখালী আওয়ামী লীগ : বাঁশখালী প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা সোমবার উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর উপজেলা আ.লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী। অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন রাওকাতুন নুর চৌধুরী প্রিয়াতা।
মহানগর জাতীয় পার্টি : জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে চকবাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নগর সাধারণ সম্পাদক মো. এয়াকুব হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী সদস্য নগর সহ-সভাপতি আবু জাফর মাহমুদ কামাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, নগর সহ-সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক কে এম আবছার উদ্দিন রনি, দপ্তর সম্পাদক ছবির আহমদ। উপস্থিত ছিলেন শেখ আখতার উদ্দীন, কাজী ফজলে হাসান শাহীন, শফিউল্লাহ শফি, সুলতানা রহমান, রোকেয়া সুলতানা, কায়সার হামিদ মুন্না, এম আজগর আলী, আবদুল কাদের, ফারুক হোসেন আপন প্রমুখ। সভাপতির বক্তব্যে সোলায়মান আলম শেঠ বলেন, ১৫ আগস্ট মানে বাংলার ইতিহাসে কলঙ্কিত অধ্যায় রচিত হওয়ার দিন। ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শ ও স্বপ্নের মৃত্যু হয়নি।
সূচয়ন বিদ্যাপীঠ : নগরীর শুলকবহর সূচয়ন বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গত ১৫ আগস্ট অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংশু বিকাশ রায়, মাহমুদ রেজা সুজা, মো. নেজাম উদ্দৌলাহ, সহকারী শিক্ষিকা পুতুল রানী ধর, লুৎফুন্নাহার লতা, প্যারা শিক্ষিকা শিরিন আক্তার, জয়া বড়ুয়া, তাবাসুম সুলতানা।
আ. লীগ নেতা আমজাদ হোসেন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন্নেছা মুজিব এবং পরিবারের নিহত সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ, দোয়া এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করছেন মহানগর আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন হাজারী। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শওকত হোসেন, অবুল মাসুদ মজনু, আলী আকবর, আসলাম হোসেন মাসুম, মহিবুর রহমান মিঠু, মো. সাত্তার হোসেন, রাসেল আফ্রাদ প্রমুখ।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে ১৬ আগস্ট বাদ জোহর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চট্টগ্রামের উদ্যোগে কোর্ট হিল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম ও সদস্য সচিব এএইচএম জিয়া উদ্দিনসহ সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি এডভোকেট মাহবুব উদ্দিন আহম্মেদ, ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুর রশীদ, সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিজ উদ্দীন (হায়দার), অর্থ সম্পাদক এম সালাহউদ্দিন মনসুর চৌধুরী (রিমু), পাঠাগার সম্পাদক মো. জাহিদুল ইসলাম চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মেজবাহ উদ্দিন দোয়েল, নির্বাহী সদস্য এএনএম রোকনুজ্জামান মুন্না, মোহাম্মদ খোরশেদ আলম প্রমুখ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার ইনস্টিটিটে দিনভর ব্যাপক কর্মসূচি গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। আলোচনায় অংশগ্রহণ করেন রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, চট্টগ্রাম বারের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবু মোহাম্মদ হাশেম। চট্টগ্রাম জেলা বারের নবনির্বাচিত পিপি এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম সিএনসি, ড. জিনবোধি ভিক্ষু, মোহাম্মদ শাহাজান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিছ, সুভাষ চন্দ্র চৌধুরী, রাখাল চন্দ্র ঘোষ, মোহাম্মদ ইউছুপ, পান্টু লাল সাহা, আবুল কাশেম চৌধুরী প্রমুখ।
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। দিবসের কর্মসূচি শুরু হয় শোক র্যালির মাধ্যমে। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, তথ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা এবং সবশেষে কলেজ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় শোক দিবস আয়োজক কমিটির আহ্বায়ক অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর গোলাম কিবরিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার নূর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সালমা রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ একরামুল হক। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবু শাহারিয়া মো. নোমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নীলুফার আকতার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রুকন উদ্দিন ছিদ্দিকী। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন প্রজ্ঞা দাশ এবং ইকরা বিনতে বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা মমতাজ।
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় : জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘স্বাস্থ্য ও শিক্ষায় বঙ্গবন্ধুর দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. শফিউল আজম। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন উপাচার্য ডা. ইসমাইল খান। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিআইটিআইডির পরিচালক ডা. মো. নাসির উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার, প্যারা মেডিকেল ও ব্যাসিক মেডিসিন অনুষদের ডিন চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক মনোয়ার-উল-শামীম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. হাসিনা নাসরিন, উপ-পরিচালক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া, উপ কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা, প্রধান প্রকৌশলী ফরহাদ রশীদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ।
ডাক দিয়ে যাই : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ সংগঠন ‘ডাক দিয়ে যাই’ এর পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম বাউবি আঞ্চলিক কেন্দ্র প্রাঙ্গণে শোক দিবস ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের সাধারণ সম্পাদক ও মহসিন কলেজের ভিপি পারভেজ খানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি টিপু সুলতান। উপস্থিত ছিলেন কাজী জাকির, জিৎকর, লিটন, সাকিল, জয়নাল, রিপন, রবিন, সাদিয়া, সাইফুল, রিপন দাশ, শুভ, সাজ্জাদ, সালমান, রেজাউল, আল আমিন, ওমর ফারুক, দুর্জয়, শুকলা দত্ত, প্রমি, প্রিয়া, উর্মি, কাজল, রোজি, ফাহসিন, নাইম, আজিজ, কনা, ইউসুপ, রাসেল, আবিদাসহ কেন্দ্রীয়, বিভাগীয়, আঞ্চলিক, স্কুল ও কলেজের নেতৃবৃন্দ।
খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটি জেলা শিল্পকলা একাডেমিতে ভাইবোনদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। খেলাঘর মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম, সহসভাপতি অজিত আইচ, অঞ্চল চৌধুরী, সাংবাদিক এম নাসিরুল হক, কবি আশীষ সেন, মোরশেদুল আলম চৌধুরী, ইস্কান্দর আলী, মনোয়ার জাহান মনি, নিলীমা বড়ুয়া, পরেশ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
রসূলবাগ এতিমখানায় খাবার বিতরণ : যুবলীগের মাসব্যাপী কর্মসূচি বাস্তবাস্তবায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহানগর যুবলীগ নেতা এইচ এম ফজলে রাব্বি সুজনের ব্যবস্থাপনায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়। সকাল থেকে রসূলবাগ এতিমখানায় খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে এতিম শিশু ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয় খাবার। এইচ এম ফজলে রাব্বি সুজন বলেন, আমাদের মানুষের জন্য কাজ করতে হবে। রাষ্ট্রের জন্য ভাবতে হবে। কোনো অবস্থাতেই সাধারণ মানুষকে কষ্ট দেওয়া যাবে না। বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের তৈরি করে নিতে হবে।
দক্ষিণ মাদার্শা ইউনিয়ন যুবলীগ : জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ মাদার্শা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের আকবর শাহ সুন্নিয়া মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক সদস্য রাশেদ খান মেনন। শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা সুপার মাওলানা নুরুল আমিন ওসমানী। এতে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য নাজিম উদ্দীন, আওয়ামী লীগ নেতা দিদারুল আলম, যুবলীগ নেতা আক্কাস হোসেন শাহ, ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
চান্দগাঁও থানা যুবলীগ : জাতীয় শোক দিবস উপলক্ষে চান্দগাঁও থানা যুবলীগ নেতা ওয়াহিদুল আলম ওয়াহিদের উদ্যোগে চান্দগাঁও আবাসিক এলাকায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য শাফায়েত উল হক জাবেদ, যুবলীগ নেতা নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন, শহিদুল ফজল তৌহিদ, আসিফ ইমরান, জাহেদ লিটন, আরিফ, রিয়াদ, সাজ্জাদুল ইসলাম, আশরাফুল আলম, আবিদ হাসনাত প্রমুখ।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন : জাতীয় শোক দিবসে ১৫ আগস্ট দুপুর ৩টায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী টেক্সি চালক রাঙ্গুনিয়া ইছাখালীর মো. মিলাদ হোসেকে (৩০) হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন জাফর ইকবাল, মো. ইউসুফ খান, আবছার উদ্দিন অলি, সৈয়দ নাফিজ উদ্দিন, মনজুর আলম, শেখ শিরিনুর নিশি, সৈয়দ নাছিম উদ্দিন, মিজানুর রহমান বাপ্পী, এস এম ইকরাম হোসেন সোহেল ও জাকিয়া জিহান নিপু।
আকবরশাহ থানা আওয়ামী লীগ : জাতীয় শোক দিবস উপলক্ষে আকবরশাহ থানা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল নগরীর হযরত শাহ ছুফি মাঈনুদ্দিন শাহ রা. মাজার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আকবরশাহ থানা আওয়ামী লীগ সহ-সভাপতি নিয়াজ আহমেদ, আবুদল জব্বার ভূঁইয়া, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন জাহিদ, ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক লোকমান আলী ইউছুফ, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু সুফিয়ান, সদস্য নুরুল হক, হারুন অর রসিদ, এম এ সাইদুর রহমান প্রমুখ।
চন্দনাইশ : চন্দনাইশে জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে শাহ মোস্ত আলী শাহ (র.) মাজার প্রাঙ্গণে খতমে কোরআন, দোয়া মাহফিল, কাঙালি ভোজ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম সেন্টুর সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি কৃষি সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য বিজিসি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টি ব্যারিস্টার আসিফ। সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ক্বারী শেখ সাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন কাঞ্চনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবদুস শুক্কুর, সালাউদ্দীন শাহরিয়ার, যুবলীগ নেতা মো. হাসান, মো. আইয়ুব, এডভোকেট শাহ মুয়াজ্জেম রুবেল, এহসান, মো. মানিক, মঈন উদ্দীন প্রমুখ।