বঙ্গবন্ধুর পুরো পরিবার দেশের জন্য অবদান রেখেছে : ড. অনুপম সেন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। তিনি আমাদেরকে একটি স্বাধীন-সার্বভৌম দেশ ও জাতি উপহার দিয়েছেন। তিনি ধাপে ধাপে আন্দোলন সংগ্রাম করে বাঙালি জাতিকে মহান মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। যার ফলে মাত্র ৯ মাসের মাথায় বাংলাদেশ স্বাধীন হয়। বঙ্গবন্ধুর পুরো পরিবার দেশের জন্য অবদান রেখেছেন। বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকে হত্যা করবে এটা কেউ ভাবতেও পারেনি। বঙ্গবন্ধু নিজেকে সাধারণ মানুষ ভাবতেন। কিন্তু তিনি মোটেও সাধারণ মানুষ ছিলেন না। তিনি বিশ্ব নেতৃত্বে স্থান করে নিয়েছিলেন, সাধারণ মানুষের নেতৃত্ব দিয়ে।
গতকাল মঙ্গলবার বিকালে চট্টগ্রাম শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক দিদারুল আলম দিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি, সাংবাদিক ও কলামিস্ট কামরুল হাসান বাদল, লেখক ও সাংবাদিক শওকত বাঙালি, চট্টগ্রাম শিশু একাডেমি প্রশিক্ষক এডভোকেট মিলি চৌধুরী, বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিমা আক্তার। সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা তৌফিকুর রহমান লাবন, ওয়াহিদুল আলম শিমুল, এড. মাহবুবুর রহমান, জাবেদুল আলম সুমন, মাসুদ আকবরি, এম.এ. মান্নান শিমুল, এস.এম. নাছের, আহামুদুল্ল চৌধুরী, সুমন চৌধুরী, লুতফুর রহমান জুয়েল, মাকসুদুর রহমান মাসুদ, মো. ফিরোজ, মো. হারুন, মো. রনি প্রমুখ। বাাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের নির্দেশে শিশুদের মাঝে যুবনেতা দিদারুল আলম দিদারের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু ছিলেন মুক্তিকামী মানুষের সাহসী কণ্ঠস্বর
পরবর্তী নিবন্ধমুক্তির রাজপুত্তুর