বঙ্গবন্ধু কাপ অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) জয়ী

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু কাপ অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় জয় পেয়েছে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) দল। বন্দর শহীদ শামসুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) দল ৩০ রানে নিউ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে । টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) দল ৪৪.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাহের শাহারিয়ারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪০ রান । নিউ ক্রিকেট একাডেমির পক্ষে ২৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছে জয়দাশ। ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউ ক্রিকেট একাডেমি সবকটি উইকেট হারিয়ে ১৫১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ইরতিসাম সর্বোচ্চ ৩৪ রান করে। চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) দলের পক্ষে ফাহাদ ১০ ওভার বল করে ৩টি উইকেট লাভ করে। চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) দলের মাহের শাহারিয়ার ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের উপ-পরিচালক ডাঃ সারওয়ার আহমেদ ।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে শীতকালীন ক্রীড়া উৎসব সম্পন্ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে উপ-অঞ্চল স্কুল ও মাদ্রাসা ক্রীড়ার ফলাফল