বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন সত্তা

উইম্যান চেম্বারের সভায় আবিদা মোস্তফা

| শনিবার , ১৮ মার্চ, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলা নামের দেশ পেতাম না। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন সত্তা। চিটাগাং উইম্যান চেম্বারের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে গতকাল শুক্রবার সেমিনার হলে উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা একথা বলেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন উইম্যান চেম্বার পরিচালক রেবেকা নাসরিন। বঙ্গবন্ধুর উপর গান পরিবেশন করেন পরিচালক সাবিনা কাইয়ুম এবং নৃত্য পরিবেশন করেন অর্পিতা ফেরদৌস আবিদা। পরে সমবেতভাবে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন করা হয়। অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, পরিচালকমন্ডলী ও সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের বিভিন্ন ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ
পরবর্তী নিবন্ধযৌন নিপীড়নের বিরুদ্ধে আইন