প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ পুরুষ ও মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার। লাভলেনস্থ সরকারি ন্যাশনাল প্রাইমারী স্কুল প্রাঙ্গণে এই খেলাটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে সরকারি ন্যাশনাল প্রাইমারী স্কুল ও কুসুমকুমারী সরকারি প্রাইমারী স্কুল। খেলাটির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সরকারি ন্যাশনাল প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক বদরুন নেসা ও ২১ নং জামালখান ওয়ার্ডের কাউন্সিলর ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সহ–সভাপতি শৈবাল দাশ সুমন। আরও উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি আবু হাসনাত চৌধুরী। পরিচালনা পর্ষদের সদস্য ইকবাল আহমেদ ইমু, ইসমাইল উদ্দিন লিটন ও খেলায় অংশগ্রহনকারী স্কুলের শিক্ষকবৃন্দ।












