মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেন, যে স্বপ্ন সঠিক গন্ত্যব্যে পৌছার পথ দেখায়, সেটিই হল বাস্তব স্বপ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে সেই স্বপ্ন দেখিয়েছেন। ১৯৭১ সালে এই দিনে বিজয়ের আগ মুহুর্তে ঘটে যায় এক নির্মম হত্যাযজ্ঞ, স্বাধীনতার সূর্যোদয় অস্তমিত হওয়ার উপক্রম, জাতিকে মেধাশূন্য করতে যে অবর্নণীয় দুর্দশায় নিমজ্জিত হয় সারা বাংলাদেশ। সে ক্ষতবিক্ষত আঘাত মুছে যাওয়ার নয়। অমর শহিদ জ্ঞানী-গুণী ব্যক্তিদের সন্তানরা আজও পালন করে যাচ্ছেন এক অসহনীয় মর্মবেদনা।
মুক্তিযুদ্ধের বিজয় মেলার বিজয় মঞ্চে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল বুধবার চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে ও ফরিদ মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চবি উপ-উপাচার্য বেণু কুমার দে, প্রফেসর ড. সেকান্দর চৌধুরী, প্রক্টর রবিউল হোসেন ভুঁইয়া, চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সাংবাদিক রিয়াজ হায়দার, অ্যাড. আবুল হাশেম।
শিশু কিশোরদের জন্য শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, বীর মুক্তিযোদ্ধা পান্টু লাল সাহা, চবি শিক্ষক ড. মো. মোরশেদুল আলম, চট্টগ্রাম মেট্রো পিবিআইর এডিশনাল এসপি জুনায়েত কাউছার, অধ্যাপক শামসুদ্দীন শিশির, চবি শিক্ষক মোহাম্মদ আলী, মিনু মিত্র প্রমুখ।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হবে। সভায় সকলকে উপস্থিত থাকার জন্য মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ অনুরোধ জানিয়েছেন।