সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, পাকিস্তানের কারাগার থেকে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বাঙালিদের যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে অনুপ্রেরণা যোগায়। তিনি গতকাল বুধবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়ার পর এ মন্তব্য করেন। এসময় মেয়রের সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, হাজী নুরুল হক, জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, সলিমুল্লাহ বাচ্চু, শাহেদ ইকবাল বাবু, শৈবাল দাশ সুমন, আবদুস সালাম মাসুম, মো. ইসমাইল, আবুল হাসনাত মো. বেলাল, আতাউল্লা চৌধুরী, আবদুল মান্নান, শাহীন আকতার রোজী, রুমকি সেনগুপ্ত, সচিব খালেদ মাহমুদসহ বিভাগীয় প্রধান, কর্মকর্তা–কর্মচারীসহ সিবিএ নেতৃবৃন্দ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, বঙ্গবন্ধুকে ফিরে পেয়ে মানুষ দেশ গড়ার কাজে নিজেদের আত্মনিয়োগ করেছিলেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন জাতির জন্য ছিল একটি বড় প্রেরণা। এদিনটি আমাদের দেশ গড়ার লক্ষ্যে ঝাপিয়ে পড়ার প্রেরণা যোগায়। গতকাল বুধবার আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বক্তব্য দেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. মুজিবুল হকের সভাপতিত্বে ও বোরহান উদ্দিন এমরানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, অ্যাড. জহির উদ্দিন, মোসলেহ উদ্দিন মনসুর, অ্যাড. মির্জা কছির উদ্দিন, খোরশেদ আলম, ডা. তিমির বরণ চৌধুরী, খালেদা আক্তার চৌধুরী, মো. জসিম উদ্দিন, আবুল কালাম আজাদ, মাস্টার সিরাজুল ইসলাম, ড. জুলকারনাইন চৌধুরী জীবন, কাসেদুর রহমান, অ্যাড. কামরুন নাহার, মো. আবু সৈয়দ, ইঞ্জিনিয়ার মুনির উদ্দিন আহমদ, নঈমুল হক পারভেজ, মমতাজ উদ্দিন, সুরেশ দাশ, আবদুল মালেক খান, সেলিম হোসেন, ডা. আর কে রুবেল, আবদুল আলিম, শাহাদাত নবী খোকা, মিজানুর রহমান, মো. ইরফান, চৌধুরী মো. তানভীর প্রমুখ।
উত্তর জেলা আওয়ামী লীগ : উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান বলেছেন, বিশ্ব জনমতের চাপে বঙ্গবন্ধুকে পাকিস্তান সরকার মুক্তি দিতে বাধ্য হয়েছিল। উত্তর জেলা আওয়ামী লীগের স্বদেশ প্রর্ত্যাবতন দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উত্তর জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক মো. মঈনুদ্দিনের সভাপতিত্বে দোস্ত বিল্ডিং কার্যালয়ে গতকাল বুধবার আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, অ্যাড. ফখরুদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, আফতাব উদ্দিন চৌধুরী, দেবাশীষ পালিত, ইঞ্জিনিয়ার মো. হারুন, অ্যাড. এম এ নাসের চৌধুরী, আলাউদ্দিন সাবেরী, নাজিম উদ্দিন তালুকদার, আ স ম ইয়াছিন মাহমুদ, দিদারুল আলম বাবুল, শওকত আলম, বেদারুল আলম চৌধুরী বেদার, ফোরকান উদ্দিন আহমেদ, মো. সেলিম উদ্দিন, গোলাম রব্বানী, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, দিলোয়ারা ইউসুফ, হারুন অর রশীদ, রওশন আরা রত্না, তানভীর হোসেন তপু প্রমুখ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস চবি প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকলকে সাথে নিয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে চবি বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত হয় ‘স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টার বিজয়ী বেশে স্বদেশ প্রত্যাবর্তন’ শীর্ষক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদের সভাপতিত্বে এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় আলোচক ছিলেন– ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ড. দানেশ মিয়া। বক্তব্য দেন, ড. আবদুল্লাহ আল ফারুক, ড. মোহাম্মদ আবুল মনছুর, প্রভোস্ট ড. সজীব কুমার ঘোষ, ড. নাজনীন নাহার ইসলাম, রশিদুল হায়দার জাবেদ, ড. মো. মোরশেদুল আলম, মো. সুমন (সুমন মামুন) ও মোহাম্মদ আলী হোছাইন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন, পবিত্র গীতা থেকে পাঠ করেন ড. তাপসী ঘোষ রায়, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন অধ্যাপক অরূপ বড়ুয়া এবং পবিত্র বাইবেল থেকে পাঠ করেন চবি দর্শন বিমল ত্রিপুরা। শুরুতে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক–শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় জাতীয় সংগীত।
চুয়েট : চুয়েটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপিত হয়েছে। র্যালির মাধ্যমে দিবসের অনুষ্ঠানমালার সূচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমসহ চুয়েট পরিবারের সদস্যগণ। এরপর চুয়েট বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল আলম।
ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, ড. সুদীপ কুমার পাল, ড. মোহাম্মদ সামসুল আরেফিন, ড. এ এইচ রাশেদুল হোসেন, ড. মুহাম্মদ রাশিদুল হাসান।
সিভাসু : স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিভাসু উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. কামালসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপাচার্যের পর শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারীবৃন্দ, প্রগতিশীল শিক্ষক ফোরাম এবং বঙ্গবন্ধু শিক্ষক ফোরামের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ফিরিঙ্গী বাজার ওয়ার্ড : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও সংক্ষিপ্ত আলোচনা সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। খোরশেদ আলম রহমানের সভাপতিত্বে ও সাফফাত বিন আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। বক্তব্য দেন, তানভীর আহমেদ রিংকু, তাজউদ্দিন রিজভী, জাহাঙ্গীর আলম, তারাপদ দাশ, জামাল উদ্দিন মাসুম, অসিউর রহমান, অনিন্দ্য দেব।
পোর্ট কলোনি : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোর্ট কলোনী ১২নং সড়কস্থ শহীদ মিনার পাদদেশে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মেজবাহ উদ্দিন মোর্শেদ, শওকত হোসেন জগলু, আবুল হোসেন চৌধুরী, ফররুখ আহমেদ পাবেল, মো. কবির আহমেদ, মো. আলাউদ্দিন আলো, মিলন দাশ, সাদ্দাম হোসেন, মো. রুবেল খান, তানজীব আহসান জিবু, আবু সুফিয়ান রুবেল, শাহেদুল আলম শাহেদ, মো. রফিক, জামাল উদ্দিন মাসুম, রাফসান জামিল, রাহাত ইমরান, ইউসুফ জিতু, আরিফুল ইসলাম সরল, শান্ত বড়ুয়া, ইয়াসিন আরাফাত হৃদয়, নুরুল আবসার বিন্দু, ফয়সাল আহমেদ, মুজাহিদদুল ইসলাম মিঠু, জাকারিয়া রাহাত, আফরান কামাল রনি প্রমুখ।
রাবিপ্রবি : রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন–১ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সভার আগে রাবিপ্রবির উপাচার্য, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন এবং কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক করা হয়। আলোচনা সভায় প্রধান ছিলেন রাবিপ্রবির উপাচার্য ড. সেলিনা আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা এবং হিসাব দপ্তরের পরিচালক মো. নূরুজ্জামান। সভাপতিত্ব করেন প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. নিখিল চাকমা। সঞ্চালনা করেন জনসংযোগ দপ্তরের উপ–পরিচালক মো সাইফুল আলম।
বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ : বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর। মো. হামিদ উল্লাহের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. আ ন ম শাহাদত আলম, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, আকতার হোসেন, শামসুল আলম, কাউন্সিল বদিউল আলম, টুটুন চক্রবর্তী, মো. মনসুর আলী, জাহাঙ্গীর আলম, আবু জাফর চৌধুরী, আবুল হোসেন ভুট্টো প্রমুখ।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল দলীয় কার্যালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মুনাফ সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, স্বজন কুমার তালুকদার। মাহমুদুল হাসান বাদশার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, মো. নজরুল ইসলাম তালুকদার, ইফতেখার হোসেন বাবুল, আকতার হোসেন খান, এম এ মান্নান চৌধুরী প্রমুখ।