বঙ্গবন্ধুর স্বদেশে প্রত্যাবর্তনে পূর্ণতা পেয়েছিল বাঙালির স্বপ্নসাধ

আলোচনা সভায় বক্তারা

আজাদী ডেস্ক | সোমবার , ১১ জানুয়ারি, ২০২১ at ৭:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে এদেশে স্বাধীনতা আসলেও বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তার সাধ অপূর্ণ ছিল। অবশেষে তার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে তা পূর্ণতা লাভ করে। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এম এ সালাম একথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মঈনুদ্দীন, অ্যাড. ফখরুদ্দীন চৌধুরী, আবুল কাশেম চিশতী, আবুল কালাম আজাদ, পৌর মেয়র দেবাশীষ পালিত, জসীম উদ্দীন শাহ, বেদারুল আলম চৌধুরী বেদার, আলাউদ্দীন সাবেরী, শওকত আলম, ইঞ্জিনিয়ার মেজবাহ-উল আলম লাভলু, নাজিম উদ্দীন তালুকদার, ইয়াছিন মাহমুদ, বখতেয়ার সাঈদ ইরান, আকতার উদ্দীন মাহমুদ পারভেজ, হাসিবুন সোহাদ চৌধুরী সাকিব, দিলোয়ারা ইউসুফ, অ্যাড. বাসন্তী প্রভা পালিত, সৈয়দা রিফাত আক্তার নিশু, রাশেদ খান মেনন প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি প্রমাণিত হয়েছিল বঙ্গবন্ধুই ছিলেন জাতির ঐক্যের প্রতীক। বঙ্গবন্ধু ফিরে না আসলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হত। এই দিনে বঙ্গবন্ধুর আগমনে বদলে গিয়েছিল সবকিছু। এ দিনটি জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিরকাল প্রেরণা যোগাবে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা সংগঠনের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আন্দরকিল্লাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, অ্যাড. মির্জা কছির উদ্দিন, অ্যাড. জহির উদ্দিন, প্রদীপ দাশ, খোরশেদ আলম প্রমুখ।
চসিক : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে টাইগারপাসস্থ অস্থায়ী অফিস চত্বরে ও বড়পুলস্থ জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনের পক্ষে গতকাল রোববার সকালে জাতির জনকের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীগণ। এসময় কর্পোরেশনের সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, সহকারী সচিব নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের, প্রশাসকের সহকারী একান্ত সচিব স্বরুপ দত্ত রাজু, সিবিএ সভাপতি ফরিদ আহাম্মেদ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রতন দত্ত ও রতন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
রাউজান : রাউজানে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। গতকাল রোববার সকালে উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেঙের সামনে স্থাপন করা বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
এরপর উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি কাজী আবদুল ওহাব ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের পক্ষে সভাপতি জমির উদ্দিন পারভেজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল জব্বার সোহেল, স্বেচ্ছাসেবকলীগের পক্ষে শওকত হোসেন, উপজেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি জিল্লুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলু, পৌর যুবলীগের হাসান মোহাম্মদ রাসেল ও জিয়াউল হক রোকন, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী ও মোহাম্মদ আসিফের নেতৃত্বে স্ব স্ব সংগঠনের নেতাকর্মীরা জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে দুপুরে এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এ সময় সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর বঙ্গবন্ধু পরিষদ, চবির উদ্যোগে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
চুয়েট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ছাত্রকল্যাণ পরিচালক ও মুজিববর্ষ বাস্তবায়ন কমিটির সভাপতি উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
খন্দকিয়া চিকনদন্ডী বালিকা উচ্চ বিদ্যালয় : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা গতকাল রোববার হাটহাজারী খন্দকিয়া চিকনদন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক বাসবী দত্ত, মো. এয়াকুব আলী, বদরুন্নাহার, উম্মে কুলসুম, আবুল মনসুর, মো. জয়নুল আবেদীন কুতুবী, মো. মনজুর আলম, মুহাম্মদ সাদ্দাম, নুরনবী আহমেদ, শংকর মল্লিক, মুহাম্মদ ফোরকান, রঞ্জিত মোহারের, ওয়াহিদুল আলম প্রমুখ।
ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম. নূরুল আবছার খান, প্রফেসর ড. আবদুল আহাদ, প্রফেসর ড. মো. কবিরুল ইসলাম খান, প্রফেসর গৌতম কুমার দেবনাথ, প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম ও ড. সুচন্দন সিকদার।
৪১নং ওয়ার্ড আওয়ামী লীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও দলীয় কাউন্সিলর প্রার্থী ছালেহ আহমদ চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম টেন্ডল, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আবুল হোসেন, আব্দুল কাদের, যুগ্ম সম্পাদক আলমগীর আলম, আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম, কামরুল ইসলাম রাশেদ, এস এম মহিউদ্দিন, আনসারুল হক, জামাল উদ্দিন, লোকমান, জাবেদ হোসেন, ওয়াহিদুল আলম চৌধুরী, মাইনুল ইসলাম, জামাল উদ্দিন রাজু, শাকিল হারুন, মুছা আলম, ফোরকান, লোকমান, বেলাল হোসেন, তানভীর চৌধুরী, ওমর ফারুক, পারভেজ, ফারুক, সাদ্দাম, লোকমান হাকিম, কামরুল হাসান সোহেল, হাসান হাবিব সেতু, মিজানুর রহমান, সোলাইমান, আবিদুল ইসলাম নাবিল, আলী আরেফিন, রবিউল হোসেন রবিন, জাবেদ, মিজানুর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফেব্রুয়ারিতে হচ্ছে না বইমেলা : বাংলা একাডেমি
পরবর্তী নিবন্ধআটচল্লিশে ঋত্বিক, শুভেচ্ছা প্রাক্তন স্ত্রীর