বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শিশু কিশোরদের তৈরি করতে হবে

স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনকালে মেয়র

| বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১১:২৪ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, আগামীদিনের বিশ্ব হবে জ্ঞানভিত্তিক। আজকের শিশু-কিশোরেরা হবে দেশের প্রাণভোমর। তাই এখন থেকে শিশু-কিশোরদের জ্ঞানের দিকে নিয়ে আসতে পদক্ষেপ নিতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শিশু-কিশোরদের এখন থেকে তৈরি করতে হবে। গতকাল মঙ্গলবার জাতীয় শিশু একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম জেলা কমিটির আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বাষির্কী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি একথা বলেন। সুশান আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে ও হোসাইন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিক প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, রাজনীতিক বেদারুল আলম চৌধুরী বেদার। এতে আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক ও মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ, ফাতেমা বেগম, মনোরঞ্জন কীর্তিনীয়া, ইঞ্জিনিয়ার মো. হাসমত আলী, দেলোয়ার হোসেন, ইলা চক্রবর্ত্তী, আব্দুল হালিম, লিপি দেওয়ানজী, শাহেদ শাকিল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধদেড় মাস আগেই ‘শান’ ছবির হল বুকিং শুরু