বঙ্গবন্ধুর সমাধিতে রেড ক্রিসেন্টের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

| শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৫:৪৪ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের নবনির্বাচিত কমিটি। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুল ওয়াহাব, নতুন পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান। এ সময় সোসাইটির নবনির্বাচিত কমিটির ম্যানেজিং বোর্ড সদস্য আরমা দত্ত, এম পি, ডা. রোকেয়া সুলতানা, মফিজুর রহমান বাবলু, নূর মোহাম্মদ দুলু, ডা. শেখ শফিউল আজম, অ্যাড. শিহাব উদ্দিন শাহীন, গাজী মোজাম্মেল হোসেন টুকু, মো. মানজুরুল ইসলাম, রাজিয়া সুলতানা লুনা, মো. আতিকুল হক শামীমও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক ও সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন। ডা. শেখ শফিউল আজম তার বক্তব্যে বলেন, শেখ মুজিবকে জানতে হলে, জানতে হবে দেশকে। জানতে হবে শুরু থেকে শেষকে। বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতায় জাতির পিতা অবদান অপরিসীম। জাতি হিসেবে আমরা বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞ।
উল্লেখ্য, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে ৬৪টি জেলা ও ৪টি সিটি ইউনিটের নির্বাচিত ডেলিগেটদের ভোটের মাধ্যমে গঠিত হয় ২০২১-২০২৩ মেয়াদে নতুন ব্যবস্থাপনা পর্ষদ। আগামী তিন বছরের জন্য প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা করবেন নতুন বোর্ডের সদস্যরা। রাষ্ট্রপতির ১৯৭৩ সালের ২৬ নং আদেশের ধারা ৯(১) অনুযায়ী নির্বাচনের মাধ্যমে তিন বছর মেয়াদে এই ব্যবস্থাপনা পর্ষদ বা ম্যানেজিং বোর্ড গঠিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশে এক দিনে ৫ মৃত্যু, শনাক্ত ২৪৪ জন
পরবর্তী নিবন্ধবাসে হাফ ভাড়া বাস্তবায়ন পর্যায়ক্রমে : স্বরাষ্ট্রমন্ত্রী