গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের নেতারা। গত বুধবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত পরিবারের সব সদস্যের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন তারা। জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন মর্তুজা কামাল মুন্সি, সহিদুল ইসলাম, ডা. নাসির উদ্দিন, মো. মাইনুদ্দিন, শফিউল আজম শেফু, মুরিদুল আলম মুরাদ, বেলাল হোসেন মিঠু, আবিদ হোসেন, নুরুল আমিন, আ.ন.ম ফরহাদুল আলম, সাইফুল হাসান টিটু, রাজু দাশ হিরো, আবু হায়দার মো. উসলাম গণি রাসেল, জামিল উদ্দিন, মাহবুব আলম, আমিনুল ইসলাম কায়সার, অমল রুদ্র, জাহেদুল হক মার্শাল, কুতুব উদ্দিন শাহ ইমন, আরমান হেলালী, মহিউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।