টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গতকাল শনিবার বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনির চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ফাতেহা পাঠ, জাতির পিতা ও তাঁর পরিবারের সব শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় এটিএম পেয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ভিশন ‘গ্রাম হবে শহর’–স্লোগানকে সামনে রেখে জেলা পরিষদের চেয়ারম্যানগণ কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জেলা পরিষদে চেয়ারম্যান এসোসিয়েশন গঠন হওয়ার পর আমরা বঙ্গবন্ধুর মাজার জেয়ারত, দোয়া মাহফিলসহ শ্রদ্ধা নিবেদন করে আবারও শপথ নিলাম মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে স্মার্ট বাংলাদেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখব। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যড. আতিয়ার রহমান মুন্সী, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো. জিল্লুর রহমান, এ্যাড. মো. নাসির উদ্দীন খান, মো. মিসবাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, এ কে এম শফিকুল মোর্শেদ, আব্দুস সালাম, হাফিজুর রহমান, ড. এম হারুন অর রশীদ, আবু বক্কর সিদ্দীক, চন্দন শীল, মাহ্ফুজুর রহমান মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো. সাজেদুর রহমান খান, মনির হোসেন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. অসিত কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, মো. জাফর আলী, ওসমান গণী পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, সাইফুজ্জামান পিকলু, এ্যাড. সুভাষ চন্দ্র বোষ, মো. শাহাদৎ হোসেন, খাঁন সাইফুল্লাহ পনির, পংকজ কুমার কুন্ডু, শেখ হারুন অর রশীদ, সালমা রহমান হ্যাপী, নজরুল ইসলাম, আব্দুল ওয়াদুদ পিন্টু। প্রেস বিজ্ঞপ্তি।












