বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে বাঙালির হৃদয়ে রক্তক্ষরণ করেছে বিএনপি

বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আজাদী ডেস্ক | শনিবার , ১৭ জুন, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

. অনুপম সেন বলেছেন, বিএনপির সন্ত্রাসীরা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে বাঙালি জাতির হৃদয়ে রক্ত ক্ষরণ করেছে। বাংলাদেশে জনগণ আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে গণরায় দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে বিএনপিকে উচিত জবাব দেবে। সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনা জীবন দিতে প্রস্তুত। গতকাল শুক্রবার নগরীর প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলা চট্টগ্রাম মহানগরের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নুরুল আজিম রনি। বক্তব্য রাখেন যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, যুবলীগ নেতা আকতার হোসেন সৌর। আরও বক্তব্য রাখেন ডা. উজ্জ্বল কান্তি দাশ, এডভোকেট মিঠুন বিশ্বাস, আবদুল্লাহ আল তানিম, রকিবুল ইসলাম সেলিম, রেজাউল করিম রিপন, মেহেদী হাসান, ফয়সাল রফিক, আরাফাত ফয়সাল, কুতুব উদ্দিন, আমজাদ চৌধুরী, মো. আশিকুন্নবী, সৌমিত বড়ুয়া, সাইফুল ইসলাম মারুফ, জিএস আমিনুল করিম, মিজানুর রহমান মিজান, মাহমুদুল করিম, এম আর হৃদয়, শাহাজাদা চৌধুরী, মো. শাহেদ, আরিফ হোসেন, ইসমেইল হোসেন তারেক, মিজানুর রহমান রহিম, তানবীর মেহেদী মাসুদ, মায়মুন উদ্দিন মামুন, আনোয়ার পলাশ, হায়দার আলী সাদ্দাম, ঐশিক পাল জিতু, ইনজামাম ইমু, নোমান চৌধুরী রাকিন, আরাফাত হোসেন, জাহিদ হাসান সাইমুন, আবদুল্লাহ আল সায়মুন, হাসমত খান আতিফ, তানভীর হোসেন,জহিরুল ইসলাম, মুহাম্মদ হানিফ সুমন, সাজ্জাদুল ইসলাম সোহাগ, সাইদ বিন আবদুল্লাহ নাহিদ, শাকিল মাহামুদ, সাফায়েত ফাহিম, আবু হানিফ সৌরভ, যুবরাজ দাস, আরিফুল্লাহ ওয়াহেদী, সোহেল মাহামুদ সেলু, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ স্বপন।

স্বেচ্ছাসেবক লীগ : বঙ্গবন্ধুর দেয়ালচিত্র ভাঙচুরের প্রতিবাদে গতকাল শুক্রবার জামালখান চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ। সমাবেশে প্রধান অতিথি কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধুর দেয়ালচিত্র ভাঙচুর করেছে। নানা ষড়যন্ত্র করে ক্ষমতায় বসতে না পেরে ভাঙা মনোবলের বিএনপি ঘৃণ্য এই কাজ করেছে।

বিশেষ অতিথি মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুজিত দাশ বলেন, গণতান্ত্রিক আন্দোলনের নামে আগুন সন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারার রাজনীতি, সরকারি ও ব্যক্তিগত সম্পদ ভাঙচুরের রাজনীতি এই চট্টগ্রামে করলে জনসাধারণ তা শক্ত হাতে প্রতিহত করবে। মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈকত দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সাবেক সদস্য জাবেদুল আলম সুমন, প্রবীর বনিক, অশোক দেব লিটন, শৈবাল দাশ, অভিজিৎ দে ঝুমুর, আবু তাহের, ইকবাল বাহার চৌধুরী, হায়াত উল্লাহ, তারন দাশ প্রলয়, পৌলেম দেব বুবুন, অরভিন সাকিব ইভান, আকিব জাবেদ, রত্নেশ্বর দাশ জিতু প্রমুখ।

শুলকবহর ওয়ার্ড : জামালখান মোড়ে বঙ্গবন্ধুর জীবনও কর্মের আলোকচিত্র নিয়ে তৈরি ম্যুরালসহ চিত্রকর্ম ভাংচুরের প্রতিবাদে শুলকবহর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ১৫ জুন বিকেলে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা যুবসংগঠক মো. আবুল বশরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি চেরাগী পাহাড়, জামালখান, চকবাজার হয়ে শুলকবহর ওয়ার্ডে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। এতে বক্তব্য রাখেন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল হাসান রিপন, উৎফল দাশ, আবু তাহের, শহিদুল আলম টিপু, কামাল হোসেন, মো. আশিক, সবুজ মিয়া, শামসুল আলম রুবেল, কবির হোসেন, শাহাদাত হোসেন রুবেল, জসীম উদ্দীন, ইসমাইল, মনির, . কুদ্দুস, মো. মনা, মো. হেলাল উদ্দিন, মিটু দাশ, মো. সুজন, মো. হারুন, ইয়াছিন আরাফাত সাদ্দাম, নিয়াস উদ্দিন জুয়েল, মহিউদ্দিন, মো. সুমন, মো. আলমগীর মনা প্রমুখ। উপস্থিত ছিলেন, ইমাম হোসেন রনি, দেলোয়ার হোসেন, টিপু সুলতান, জাহেদুল ইসলাম,মো. ইয়াছিন, কামরুল হাসান, মুমিনুল হক, নাইম হোসেন, সাচ্চু মিয়া, মো. অপু, নাদিম হোসেন, মো. ইমন, মো. রানা, ইসমাইল মোল্লা, মো. রবিন, আসিফ মাহমুদ, খোকন, রাতুল, মো. এরশাদ, শরিফুল, মো, বাবু প্রমুখ।

শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চল : গতকাল জামায়াতবিএনপির সন্ত্রাসী কর্তৃক চট্টগ্রাম জামালখাঁন ওয়ার্ডে দেয়ালে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সহ মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র ভাঙচুরের প্রতিবাদে আজ এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চল চট্টগ্রামের কার্যকরী সভাপতি মো:এরশাদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে এরশাদুর রহমান চৌধুরী বলেন জাতির পিতার ছবি ভাংচুর করা মানে বাঙ্গালির অস্তিত্বকে অস্বীকার করা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের শ্রম বিষয়ক সম্পাদক লায়লা আক্তার এটলি, চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুজ্জামান জনি সাধারণ সম্পাদক মো: ইদ্রিছ কেরানী। এতে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চল চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক জেড আর চৌধুরী বাবু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাগর, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন রহমানসহ চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন ও ডক শ্রমিক নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধআজ চট্টগ্রাম লেখিকা সংঘের সভা
পরবর্তী নিবন্ধউন্মুক্ত নিপীড়ক, কাদের থেকে রক্ষা পেতে ছুটে চলা?