বঙ্গবন্ধুর মতো তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে

সীতাকুণ্ডে ড. কাজী খলীকুজ্জমান

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ আগস্ট, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

মানুষের বড় সম্পদ হলো মূল্যবোধ। বঙ্গবন্ধু আজীবন নৈতিকতার সমন্বয়ে মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর মতো সবাইকে নৈতিকতা, পরার্থপরতা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। গতকাল বুধবার সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে মূল্যবোধ, নৈতিকতা, পরার্থপরতা, দেশপ্রেমে তরুণ সমাজকে উদ্ধুদ্ধকরণ বিষয়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পিকেএসএফ ও কিউকে আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ এসব কথা বলেন। কিউকে আহমেদ ফাউন্ডেশনের বাস্তবায়নে, বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে ও ইপসার সহযোগিতায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ইপসার প্রোগ্রাম ম্যানেজার নেওয়াজ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কিউকে আহমদ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ড. কাজী রুশদী আহমদ, পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন, সীতাকুণ্ড সাংস্কৃতিক পরিষদের সভানেত্রী সুরাইয়া বাকের। বক্তব্য দেন, সীতাকুণ্ড বালিকা বিদ্যালয়ের শিক্ষক ফারজানা আক্তার, সিসিসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমা আক্তার।

উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, উপজেলা সমাজ সেবা অফিসার লুৎফুন নেছা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, ইপসার অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির পরিচালক মনজুর মোর্শেদ চৌধুরী, এম হেদায়েত, আব্দুল্লাহ আল ফারুক, মো. তোফায়েল হোসেন, শাহ সুলতান শামীম প্রমুখ। প্রতিযোগিতায় দেয়ালিকা, ভালো কাজের প্রতিবেদন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় দেয়ালিকাতে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম, দ্বিতীয় উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান দখল করে বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ। এছাড়াও ওপেন কুইজ, আত্মকথন, পোস্টার উপস্থাপনা মোট ৯জনকে পুরস্কৃত করা হয়। শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুইজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবোধন আবৃত্তি স্কুলের নবীনবরণ কাল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি