কুষ্টিয়ার রাতের আঁধারে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গতকাল সোমবারও চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এতে বক্তারা হামলাকারীদের মানবতার শত্রু ও সভ্যতার শত্রু অ্যাখ্যা দিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ড : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে গতকাল সোমবার বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটি। মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি ও জেলা কমিটির সদস্য সচিব কামরুল হুদা পাভেলের যৌথ সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, খোরশেদ আলম (যুদ্ধাহত), এফ এফ আকবর খান, মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, ফজল আহমদ, মো. আবছার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা নওশাদ মাহমুদ রানা, অধ্যাপক ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, অধ্যাপক ড. রেজাউর রহমান প্রমুখ। সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের নেতৃত্বে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি জামালখান, চেরাগী পাহাড় ও মোমিন রোড হয়ে আন্দরকিল্লা গিয়ে শেষ হয়।
নগর যুবলীগ : যুবলীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর যুবলীগ নেতা দিদারুল আলম দিদারের সভাপতিত্বে ও সুমন দেবনাথের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, সাবেক কাউন্সিলর হাছান মুরাদ বিপ্লব, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মীর আবদুর রহমান মামুন, আবদুর রহিম, লিটন রায় চৌধুরী, গিয়াস উদ্দিন, ওয়াহিদুল আলম শিমুল, জাবেদুল আলম সুমন, সাখাওয়াত হোসেন সাকু, খোরশেদ আলম রহমান, নঈম উদ্দিন খান, তানভীর আহমেদ রিংকু প্রমুখ।
দক্ষিণ জেলা মহিলা আ. লীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্বাধীনতার ঐহিত্য সভ্যতার নিদর্শন। যারা ভাস্কর্যে হামলা চালিয়েছে প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক অশুভ শক্তির ঠাঁই বাংলাদেশে হবে না। তারা মানবতা ও সভ্যতার শক্র। তারা ধর্মের লেবাস পরে শান্তির ধর্ম ইসলামের ক্ষতি করছে। দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বিকেল ৪টায় আন্দরকিল্লাস্থ কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা। উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহিদা আক্তার জাহানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি দিপিকা বড়ুয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা আক্তার চৌধুরী, অ্যাড. পাপড়ী, ববিতা বড়ুয়া, কৃষ্ণা রাণী, দিলওয়ারা কায়েস সুমী, শাহিনা আকতার সানা, নিলুফার জাহান বেবী প্রমুখ।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। গতকাল দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ বিক্ষোভে অংশ নেয় অন্তত শতাধিক আইনজীবী। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. ইফতেখার সাইমন চৌধুরী, সমিতির সাবেক সভাপতি মুজিবুর রহমান, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ আইয়ুব, বিভাগীয় স্পেশাল জজ আদালতে পিপি অ্যাড. মিসবাহ উদ্দিন প্রমুখ।
কমার্স কলেজ ছাত্রলীগ : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সাব্বির চৌধুরী। সমাবেশে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, আবু বক্কর সিদ্দিক, আরিফুল ইসলাম, অভিজিৎ পান্ডে, ফাহিম আল শাহরিয়ার, সালাউদ্দিন রকি, মো. ইমন আব্রাহাম ইমু, হাসিবুল ইসলাম সাহিল, জোবায়ের খান, সালমান চৌধুরী, আকিব ইফতেজান, কায়সার উদ্দিন জুবায়ের, মেহরাব হোসেন রাফায়েত, তালেব খান, মো. নিশাদ, সৈয়দ তাজদিক, রাকেশ দাশ, অভিষেক প্রমুখ।
দোহাজারী পৌরসভা ছাত্রলীগ : কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলার প্রতিবাদে চন্দনাইশের দোহাজারী পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ৬ ডিসেম্বর রাতে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আব্দুল মজিদ মিঠু, কার্যনির্বাহী সদস্য জাহেদুল ইসলাম নয়ন, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ নেতা ইরফান আহমেদ জাসু, মো. তৌহিদ, আরিফ সুলতানী, মুরাদ হাসান মেহেদী প্রমুখ।
এদিকে উপজেলার বরকল ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সভাপতি এম. আনছারুল হক, সাধারণ সম্পাদক আরফাতুর রহমান রাশেদ, সদস্য জিল্লুর রহমান চৌধুরী, মাহাবুল আলম, মোয়াজ্জেম হোসেন সোহেল, আনোয়ারুল ইসলাম, মনিরুল আলম প্রমুখ।
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে বঙ্গবন্ধু আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক টিপু দাশ গোপালের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ নেতা সৈয়দ রবিউল আলম বাধনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মহানগর শ্রমিকলীগের সহসভাপতি কামাল উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু আওয়ামী আইন ছাত্র পরিষদের সহসভাপতি খোরশেদ আলম আকিব, আরিকা মাইশা খান চৌধুরী, আনিসুর রহমান, সাদমান সাকিব, সৈকত দেব মুন্না প্রমুখ।
কুমিরা ইউনিয়ন আ. লীগ : কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগ। গতকাল সোমবার বিকালে ছোট কুমিরা শহীদ নুরুল আলম চত্বরে এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কুমিরা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, গাজী মো. সেকান্দর, ইউপি সদস্য হারুনুর রশীদ, মো. আলাউদ্দিন, কামাল উদ্দিন, খোরশেদ, খুরশীদ আলম, জসীম উদ্দিন, সালাউদ্দিন প্রমুখ।