বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চমেবির ভিসির শ্রদ্ধাঞ্জলি

| শুক্রবার , ২১ মে, ২০২১ at ৬:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে পুনঃ নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণ করে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির প্রতিকৃতিতে এ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, উপ-কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা, সহকারী প্রকৌশলী মুশফিকুর সালেহিন এবং লিয়াজু ও প্রোটোকল অফিসার আলাউদ্দিন স্বপন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাস্টার লেইন সমাজ কল্যাণ পরিষদের ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধনগরীর গুরুত্বপূর্ণ স্থাপনার মুখে বসানো হবে করোনা প্রতিরোধক বুথ : মেয়র